অস্ট্রেলিয়ার অধিনায়ককে জামদানি শাড়ি উপহার দিলেন নিগার
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                অস্ট্রেলিয়ার অধিনায়ককে জামদানি শাড়ি উপহার দিলেন নিগার
অস্ট্রেলিয়ার অধিনায়ককে জামদানি শাড়ি উপহার দিলেন নিগার
ওডিআই সিরিজ হারের পর আগামীকাল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মাঠের খেলায় অস্ট্রেলিয়ার কাছে কোনোভাবেই সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে খেলার জায়গা খেলায় রেখে, সম্পর্কের দিক থেকে এগিয়ে থাকল বাংলাদেশ। বিশেষভাবে বললে স্বাগতিক দেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এগিয়ে থাকলেন। বন্ধুত্বের জায়গা থেকে অস্ট্রেলিয়া অধিনায়ক এলিসা হিলিকে একটি এদেশীয় জামদানি শাড়ি উপহার দিয়েছেন জ্যোতি।
বিশ ওভারের সিরিজ শুরুর আগে জ্যোতি জানিয়েছেন, আত্মবিশ্বাস ফেরানো হয়েছে দলের প্রধান কাজ। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সেই কাজটি করার চেষ্টা থাকবে তাদের। তবে এরমধ্যেই অজি অধিনায়কের হাতে উপহার তুলে দিয়েছেন জ্যোতি।
আজ (শনিবার) সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলন ও ফটো সেশন করে দুই দল। দুই দলের অধিনায়ক এসময় উপস্থিত ছিলেন। এর এক ফাঁকে অজি অধিনায়ক হিলির হাতে উপহার তুলে দেন জ্যোতি। যেখানে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি জামদানি।
জামদানি শাড়ির আদি জন্মস্থান বলা হয় রাজধানী ঢাকাকে। জামদানি বুননের ক্ষেত্রে তৃতীয় একটি সুতা ব্যবহার করা হয়ে থাকে। এটি ইউনেস্কো কর্তৃক অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। বিশ্বব্যাপী বাংলাদেশের জামদানি নিয়ে আলোচনা হয়ে থাকে। এ দেশের ঐতিহ্যের সাথে জামদানি শাড়ি জড়িয়ে আছে।
