নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক
৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক
নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
২০২৩ সালে টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তাঁর অধিনায়কত্বে দল ধীরে ধীরে উন্নতি ও ধারাবাহিক প্রতিযোগিতামূলক পারফরম্যান্স প্রদর্শন করেছে, এমনটা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বোর্ড শান্তর নেতৃত্বগুণ ও বাংলাদেশের লাল বল ক্রিকেটে তাঁর ভিশনের প্রতি আস্থাশীল। তিনি বলেন, “শান্ত টেস্ট ক্রিকেট সম্পর্কে গভীর বোঝাপড়া, স্থিরতা ও দায়বদ্ধতা দেখিয়েছে। তাঁর নেতৃত্বে দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দল আরও শক্তিশালী হবে।”
নিজের প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন শান্ত বলেন, “বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আমার ওপর যে আস্থা ও বিশ্বাস বিসিবি দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
তিনি আরও যোগ করেন, “টেস্ট ক্রিকেটে দেশের নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের দলে প্রচুর প্রতিভা ও সম্ভাবনা রয়েছে, সামনে আমাদের জন্য রোমাঞ্চকর ও ইতিবাচক একটি মৌসুম অপেক্ষা করছে।”
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন চক্রে বাংলাদেশের টেস্ট অভিযানের সূচনা হবে বলেও শান্ত জানান।
এখন অব্দি ১৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৪ টিতে। ৯ পরাজয়ের সাথে আছে ১ ড্র।
