কেনো আবার নেতৃত্ব ফিরলেন শান্ত, জানালেন উত্তর

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কেনো আবার নেতৃত্ব ফিরলেন শান্ত, জানালেন উত্তর

কেনো আবার নেতৃত্ব ফিরলেন শান্ত, জানালেন উত্তর

কেনো আবার নেতৃত্ব ফিরলেন শান্ত, জানালেন উত্তর

টেস্ট ক্রিকেটে ফের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। প্রায় এক বছর আগে এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে নতুন সূচনার আগমুহূর্তে আবারও দলের হাল ধরছেন শান্ত। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচ দিয়েই শুরু হবে তাঁর দ্বিতীয় অধ্যায়।

সোমবার সংবাদ সম্মেলনে শান্ত জানান, কেন আবার অধিনায়কত্বে ফিরলেন তিনি। তাঁর ভাষায়, "কিছুদিন অধিনায়ক ছিলাম না, সেই সময়ে রিল্যাক্স ছিলাম এবং উপভোগ করেছি। খুব ভালো সময় কেটেছে। ক্রিকেট বোর্ড আমার সাথে যেভাবে যোগাযোগ করেছে এবং সবাইকে নিয়ে সুন্দর আলোচনা হয়েছে। তাতে আমি মনে করেছি যে, নাজমুল হোসেন শান্তের চেয়ে বাংলাদেশ দল অনেক বড়। আমি ব্যক্তিগত চিন্তা বাদ দিয়ে দলের প্রয়োজনের কথা ভাবতে শুরু করেছি।"

অধিনায়কত্বে ফেরার পেছনে সিনিয়রদের পরামর্শ ও বোর্ডের আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান শান্ত। তিনি বলেন, "যখন ক্রিকেট বোর্ডের বড় কর্মকর্তারা বা সাবেক ক্রিকেটাররা আমাকে পরামর্শ দিয়েছেন, সেটা শুধু আমার জন্য নয়, দলেরও মঙ্গলার্থে ছিল। তাই আমি সেই পরামর্শকে পুরোপুরি সম্মান করেছি। আমি মনে করেছি, ব্যক্তি নাজমুল হোসেন শান্তের চেয়ে বাংলাদেশ ক্রিকেট দলটা বেশি গুরুত্বপূর্ণ। এই চিন্তা থেকেই আমি আবার অধিনায়কত্বে ফিরেছি।"

এ ব্যাপারে শান্ত আরো জানান, "ক্রিকেট বোর্ডের সাথে দারুণ আলোচনা হয়েছে। যদি কোনো সমস্যা আসে, তারা পাশে থাকবে এবং সমাধান করার চেষ্টা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অন্য দুই অধিনায়কদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমরা একসাথে বসে আলোচনা করেছি, কীভাবে দলকে আরও উন্নত করা যায় এবং আমাদের কোন কোন জায়গায় উন্নতি প্রয়োজন।"