হোম ক্রাউডের বিপক্ষে খেলবো, এটা খুবই এক্সাইটিং, - শান্তের আত্মবিশ্বাস
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
2
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
3
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
-
4
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
-
5
হান্নান সরকারের আহ্বানে রাজশাহী ওয়্যারিয়র্সে যোগ দিলেন সন্দীপ লামিচানে
হোম ক্রাউডের বিপক্ষে খেলবো, এটা খুবই এক্সাইটিং, - শান্তের আত্মবিশ্বাস
হোম ক্রাউডের বিপক্ষে খেলবো, এটা খুবই এক্সাইটিং, - শান্তের আত্মবিশ্বাস
আগামীকাল ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের সঙ্গে মুখোমুখি হবে রাজশাহী ওয়্যারিয়র্স। উদ্বোধনী ম্যাচের আগে রোমাঞ্চ ও উত্তেজনা প্রকাশ করেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত জানিয়েছেন, হোম ক্রাউডের সামনে খেলার অনুভূতি তার কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। তিনি বলেন,"হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলবো প্লেয়ার হিসাবে এটা খুব ই এক্সাইটিং। আমার কাছে মনে হয় এটা আনন্দের এই চ্যালেঞ্জটা নেয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।"
তিনি দুই দলের শক্তি ও সামর্থ্য সম্পর্কে বলেন,"দুই টিম ই খুব ভালো দল। আমি আলাদা ভাবে কোনো দলকে দেখতে চাচ্ছিনা। আগামীকাল যেই দলটা ভালো খেলবে সে ই জিতবে। দুইটা দল ই খুব ব্যালেন্স একটা সাইড।"
রাজশাহী ওয়্যারিয়র্সের অধিনায়ক হিসেবে পারিশ্রমিক পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শান্ত। তিনি গণমাধ্যমকে বলেন,"খুবই ইতিবাচক (ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট পেয়ে যাওয়া)। এরকমই হওয়া উচিত। আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি প্রতি বছর একই রকম থাকে খুবই ভালো। দেখে খুবই ভালো লাগছে যে প্লেয়াররা পেমেন্টগুলো ঠিকঠাক মতো পেয়েছে এখন পর্যন্ত।"
তিনি আরও যোগ করেন,"আমি রাজশাহীর কথা বিশেষভাবে বলতে গেলে খুব আগেই টাকাগুলো দিয়ে দিয়েছে এবং আমাদের ওনার বা ম্যানেজমেন্টে যারা আছেন এই বিষয় নিয়ে খুবই পরিষ্কার যে প্লেয়াররা যেন এই পেমেন্ট ইস্যু নিয়ে কোনো চিন্তা না করে। তাই এটা একটা ইতিবাচক দিক। আমি আশা করব যে প্রত্যেকটা টিমই এভাবে প্লেয়ারদের পেমেন্টগুলো ঠিকঠাক দিয়ে দেবেন।"
খেলোয়াড়ি ভূমিকা ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে শান্ত বলেন,"লক্ষ্য তো এটাই থাকবে কীভাবে আমি নিয়মিত দলের ওপর ওই প্রভাবটা রাখতে পারতেছি এবং অবদানটা খুবই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ব্যাটিংয়ে না, ওভারঅল সব দিক দিয়ে যেন আমি রাজশাহী টিমের হয়ে অবদান রাখতে পারি।পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ সামনে বিশ্বকাপের কথা আপনি বললেন, অনেক বড় একটা সুযোগ যদি এখানে ভালো করতে পারি অবশ্যই এখানে একটা ভালো সুযোগ থাকবে। বাট এটা সিলেক্টররা বুঝবেন, ম্যানেজমেন্ট আছেন। আমার কাজ হলো আমি চেষ্টা করব কীভাবে আমি রেগুলার পারফর্ম করতে পারি।"
