বিশ্বকাপ ভাবনায় নয় এখনই, শামীমের চোখ বিপিএলেই

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ ভাবনায় নয় এখনই, শামীমের চোখ বিপিএলেই

বিশ্বকাপ ভাবনায় নয় এখনই, শামীমের চোখ বিপিএলেই

বিশ্বকাপ ভাবনায় নয় এখনই, শামীমের চোখ বিপিএলেই

দিনের শুরুতেই বিপিএলের মাঠে জমে উঠেছিল উত্তেজনা। রান, রানের পেছনে ধাওয়া আর শেষ মুহূর্তের নাটক সব মিলিয়ে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচটি হয়ে ওঠে রোমাঞ্চে ঠাসা। শেষ পর্যন্ত ৬ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

১৭৪ রানের লক্ষ্য তাড়ায় ঢাকা ক্যাপিটালস শুরু থেকেই চাপে পড়ে। তবে এক প্রান্ত আগলে রেখে ম্যাচে প্রাণ ফেরান শামীম হোসেন পাটোয়ারী। শেষ দিকে একাই ঝড় তুললেও নিশ্চিত হারা ম্যাচ পুরোপুরি ঘুরিয়ে দিতে পারেননি তিনি। ৪৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শামীম, কিন্তু দল থামে ১৬৭ রানে।

ব্যাট হাতে বিপিএলে নিয়মিতই নিজের পাওয়ারহিটিংয়ের সামর্থ্য দেখিয়েছেন শামীম পাটোয়ারী। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না। সেই সময়েও তাঁকে নিয়ে আস্থা রেখেছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এমনকি আয়ারল্যান্ড সিরিজের শুরুতে শামীম দলে না থাকায় লিটনকে নিয়ে সমর্থকদের ক্ষোভও দেখা গিয়েছিল।

ঢাকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেই বিশ্বাসের কথা স্মরণ করে লিটন দাসকে প্রকাশ্যে ধন্যবাদ জানান শামীম পাটোয়ারী। অধিনায়কের আস্থার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "শুরুতে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। উনি আমার উপর অনেক বিশ্বাস রেখেছে। কারণ এর আগে আমি ম্যাচ উইনিং নক খেলিছি। ২-৩ ম্যাচ খারাপ যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। যদি সবাই সাপোর্ট দেয় ভালোভাবে কামব্যাক করা যায় সহজেই।"

নিজের মানসিক প্রস্তুতি ও ভবিষ্যৎ ভাবনা নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন শামীম। কঠিন সময়েও নিজেকে কীভাবে সামলে রেখেছেন, তা ব্যাখ্যা করে তিনি বলেন, "অবশ্যই (খারাপ সময়ের মধ্যে) আমি আমার ফোকাসে ছিলাম। আমার মত করে ছিলাম, অনুশীলন করেছি। এটা (বিশ্বকাপ) নিয়ে এখন চিন্তা করছি না। এখানে ভালো টুর্নামেন্ট খেলছি। চেষ্টা করছি এখানে ভালো করে বিশ্বকাপের জন্য যদি সুযোগ পাই, ভালো প্রস্তুতি হবে আমার জন্য।"

শামীম আরে বলেন, "ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোস থাকে। বিশ্বাস ছিল যে, যতক্ষণ পর্যন্ত থাকব… নিজের উপরে বিশ্বাস ছিল যে পারব। যদি কেউ একটু সাপোর্ট করত, তাহলে সহজেই… আমি মনে করি উইকেট অনেক ভালো ছিল। সহজেই ম্যাচটা বের হয়ে যেত।"