লড়াই করেও ঢাকাকে জেতাতে পারলেন না শামীম
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লড়াই করেও ঢাকাকে জেতাতে পারলেন না শামীম
লড়াই করেও ঢাকাকে জেতাতে পারলেন না শামীম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে সিলেটের জয়ের নায়ক আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। রনি তালুকদার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্রুত সাজঘরে ফিরলে চাপ তৈরি হয়। তবে ইনিংসের মাঝামাঝি সময়ে পারভেজ হোসেন ইমন (৪৪) ও সাইম আইয়ুব (২৯) দলের রান এগিয়ে নেন।
শেষ দিকে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমারজাই। মাত্র ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন তিনি। শেষ ওভারে ইথান ব্রুকসের কার্যকর ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তোলে সিলেট টাইটান্স।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। টপ অর্ডার ব্যর্থতায় একপর্যায়ে ৫ উইকেটে মাত্র ৪৩ রান তুলে চাপের মধ্যে পড়ে দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত লড়াই করেন শামীম হোসেন। ৪৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তিনি।
চাপের মুহূর্তে সিলেটের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রানেই থামে ঢাকা ক্যাপিটালসের ইনিংস।
বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওমারজাই। তিনি ৪ ওভারে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ আমির ও নাসুম আহমেদ নেন দুটি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল সিলেট টাইটান্স, আর শেষ মুহূর্তে লড়েও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো ঢাকা ক্যাপিটালসকে।
