টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, ঘোষণা হলো ১৫ সদস্যের দল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, ঘোষণা হলো ১৫ সদস্যের দল
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, ঘোষণা হলো ১৫ সদস্যের দল
আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদ খান। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই দল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
ঘোষিত দলে ফিরেছেন বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অফস্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং ডানহাতি পেসার নাভিন-উল-হক। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে না থাকলেও বিশ্বকাপের আগে দলে ফিরলেন ফারুকি ও নাইব।
মুজিবের অন্তর্ভুক্তির ফলে রহস্য স্পিনার এএম গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভে। তাঁর সঙ্গে রিজার্ভ তালিকায় আছেন ইজাজ আহমাদজাই ও জিয়া উর রহমান শরিফি। কাঁধের চোট কাটিয়ে দলে ফিরেছেন নাভিন-উল-হক, যিনি গত সেপ্টেম্বরে এশিয়া কাপে খেলতে পারেননি। সর্বশেষ তিনি ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন।
এর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। সেই আসরে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল তারা।
এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেন, "গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স ছিল অসাধারণ। সেই স্মৃতি আমাদের অনুপ্রাণিত করে। এশিয়ান কন্ডিশনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে আরও ভালো ফলের আশা করছি। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি আমাদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ।"
আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা গ্রুপ ‘ডি’-তে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল:
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দরবিশ রসুলি, শাহিদউল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমেদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমাদজাই।
রিজার্ভ:
এএম গাজানফার, ইজাজ আহমাদজাই, জিয়া উর রহমান শরিফি
