টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে চমক কুনেম্যান

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে চমক কুনেম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে চমক কুনেম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে চমক কুনেম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ম্যাথিউ কুনেম্যান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবেই জায়গা পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।

ইনজুরি শঙ্কা থাকলেও প্রত্যাশা অনুযায়ী স্কোয়াডে রাখা হয়েছে তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে। পাশাপাশি আছেন বিধ্বংসী ব্যাটার টিম ডেভিডও।

তবে দল থেকে বাদ পড়েছেন গত মৌসুমের বিগ ব্যাশ লিগ (বিবিএল) ফাইনালের নায়ক মিচ ওউইন, পুরোপুরি ফিট হয়ে ওঠা পেসার শন অ্যাবট এবং ব্যাকআপ উইকেটকিপার জশ ফিলিপ। ফিলিপ বাদ পড়ায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অস্ট্রেলিয়া দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে থাকছেন জশ ইংলিস।

আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবার মাঠে নামার সম্ভাবনা রয়েছে পেসার জাভিয়ার বার্টলেট, অলরাউন্ডার কুপার কনোলি ও বহুমুখী ক্রিকেটার ম্যাট শর্টের।

তবে ১৫ সদস্যের দলে সবচেয়ে অপ্রত্যাশিত নাম কুনেম্যান। ২০২৫ সালের শীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার টি-টোয়েন্টি অভিষেক হওয়া এই স্পিনার এখন পর্যন্ত মাত্র চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন এবং এখনও কোনো উইকেট পাননি। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ০/১৪।

তবে বাঁহাতি স্পিনার হওয়ায় উপমহাদেশের ঘূর্ণিপূর্ণ উইকেটে কুনেম্যান কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন নির্বাচকেরা। ২০২৫ সালের শুরুতে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে লাল বল হাতে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। দলে আরেকজন প্রধান স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ অ্যাডাম জাম্পা।

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, "সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে ধারাবাহিক সাফল্যের কারণে শ্রীলঙ্কা ও ভারতের ভিন্ন ভিন্ন কন্ডিশনের কথা মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল নির্বাচন করা সম্ভব হয়েছে।"

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আগেই জানিয়েছেন, পিঠের চোটে ভোগা কামিন্স, অ্যাকিলিস ও হ্যামস্ট্রিং সমস্যায় থাকা হ্যাজলউড এবং হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকা টিম ডেভিড তিনজনই বিশ্বকাপে খেলতে পারবেন বলে তারা আশাবাদী।

চোট ব্যবস্থাপনার অংশ হিসেবে কামিন্সকে অ্যাশেজ সিরিজের শেষ দুই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে, আর হ্যাজলউড পুরো সিরিজেই খেলেননি। টিম ডেভিড বিশ্বকাপকে লক্ষ্য করে হোবার্ট হারিকেন্সের বাকি বিবিএল ম্যাচগুলোতে আর খেলবেন না।

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। আফগানিস্তানের কাছে অপ্রত্যাশিত হারে সেমিফাইনালের স্বপ্ন ভেঙে যায় তাদের।
 
অস্ট্রেলিয়া দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।