নাসিরের ঝড়ো ইনিংসে নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 2 মিনিট আগে
নাসিরের ঝড়ো ইনিংসে নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা
নাসিরের ঝড়ো ইনিংসে নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে বলে দাপুটে পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় ঢাকা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রানেই থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন হায়দার আলী। এছাড়া মোহাম্মদ নবির ব্যাট থেকে আসে ৪২ রান। ওপেনার সৌম্য সরকার ও মুনিম শাহরিয়ারসহ শীর্ষ সারির ব্যাটাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়া হয়নি নোয়াখালীর। ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে কৃপণ ছিলেন ইমাদ ওয়াসিম, ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন একটি উইকেট।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই রহমতুল্লাহ গুরবাজকে হারালেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ঢাকা ক্যাপিটালস। একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালান নাসির হোসেন। ৫০ বলে অপরাজিত ৯০ রানের দুর্দান্ত ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। নাসিরের সঙ্গে শেষদিকে ইমাদ ওয়াসিমের ২৯ রানের ক্যামিও ইনিংসে মাত্র ১৪.১ ওভারেই জয় নিশ্চিত করে ঢাকা।
নোয়াখালীর বোলাররা লক্ষ্য রক্ষায় তেমন প্রতিরোধ গড়তে পারেননি। শুরুতে দুটি উইকেট নিলেও মধ্য ও শেষ ওভারে নাসিরের সামনে অসহায় হয়ে পড়েন তারা।
