ভারতে খেলতেই হবে এই খবর অসত্য, বিসিবি জানাল আইসিসি কি বলেছে
৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান
প্রকাশ: 21 ঘন্টা আগে আপডেট: 12 মিনিট আগে-
1
ভারতে খেলতেই হবে এই খবর অসত্য, বিসিবি জানাল আইসিসি কি বলেছে
-
2
পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
-
3
সেরা তিন-চারে থেকে কোয়ালিফাই করতে চায় ঢাকা ক্যাপিটালস, জানালেন সাইফুদ্দিন
-
4
এই দিনে জন্ম নেয় বাংলাদেশ নামের ক্রিকেট দল
-
5
স্মিথের অপরাজিত ১২৯ রানে অস্ট্রেলিয়ার দাপট, অ্যাশেজ ইতিহাসে নতুন মাইলফলক
ভারতে খেলতেই হবে এই খবর অসত্য, বিসিবি জানাল আইসিসি কি বলেছে
ভারতে খেলতেই হবে এই খবর অসত্য, বিসিবি জানাল আইসিসি কি বলেছে
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশ দলের খেলা না খেলা নিয়ে দোলাচল তৈরি হয়েছে। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো খবর প্রকাশ করে যে আইসিসি বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে যে বিশ্বকাপে ভারতে গিয়েই খেলতে হবে, না হলে পয়েন্ট কাটা যাবে। তবে বিসিবি নিশ্চিত করেছে এমন খবর মিথ্যা।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি লিখেছে, 'আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে উদ্বেগ প্রকাশ করেছিল এবং দলের ম্যাচ অন্যত্র আয়োজনের অনুরোধ জানিয়েছিল, সে বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছ থেকে বিসিবি প্রতিক্রিয়া পেয়েছে।
আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিসিবির উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এবং সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা প্রস্তুত। আইসিসি আরও আশ্বস্ত করেছে যে, টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনার সময় বিসিবির মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে বিসিবিকে নাকি আল্টিমেটাম দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং আইসিসির কাছ থেকে পাওয়া বার্তার সঙ্গে এর কোনো মিল নেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দলের নির্বিঘ্ন ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজকদের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় যুক্ত থাকবে, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।'
