পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ভারতে খেলতেই হবে এই খবর অসত্য, বিসিবি জানাল আইসিসি কি বলেছে
-
2
পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
-
3
সেরা তিন-চারে থেকে কোয়ালিফাই করতে চায় ঢাকা ক্যাপিটালস, জানালেন সাইফুদ্দিন
-
4
এই দিনে জন্ম নেয় বাংলাদেশ নামের ক্রিকেট দল
-
5
স্মিথের অপরাজিত ১২৯ রানে অস্ট্রেলিয়ার দাপট, অ্যাশেজ ইতিহাসে নতুন মাইলফলক
পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার কারণে উত্তাল বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটাররাও দেখাচ্ছেন প্রতিক্রিয়া। আজ এক সংবাদসম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব জানান পরেরবার থেকে আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভাববেন তারা।
তানজিম সাকিবের ভাষ্য, "আইপিএল থেকে ওনাকে কেন সরানো হলো বা কেন এমন হলো এটা আসলে আমরা জানি না। রাজনৈতিক ইস্যু থাকতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা প্লেয়ার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা রাখি এবং সেই হিসেবেই নাম দিই। পরের বছর কি হবে সেটা এজেন্ট এবং দেশের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।"
মুস্তাফিজ সম্পর্কে সাকিব আরো বলেন, "ফিজ ভাই তো শুরু থেকেই ন্যাশনাল টিম এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো বোলিং করে আসছেন। উনি ওনার স্ট্রেন্থের জায়গা থেকে কখনো সরেন না, একারণে উনি এত সফল। আমরা ওনার থেকে অনেক কিছু শিখি, উনি বোলারদের অনেক টিপস দেন। মুস্তাফিজ ভাই মানুষ হিসেবে খুবই বিনয়ী এবং হেল্পফুল। সবার সাথেই মজা করেন, ড্রেসিং রুমের ভেতর উনি খুব ফানি একটা ক্যারেক্টার।"
এতকিছুর পরেও শান্ত আছেন মুস্তাফিজ নিজেই। জানালেন সাকিব, "মুস্তাফিজ ভাই কখনোই এসব নিয়ে আলাপ করেন না, বরং হেসে উড়িয়ে দেন। ওনাকে কখনো এগুলো নিয়ে দুশ্চিন্তা করতে দেখিনি।"
বাংলাদেশের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য তানজিম হাসান সাকিব। তিনি জানালেন এখন তার নজর পুরোপুরি বিপিএলের দিকে, "আপাতত সবাই বিপিএল নিয়ে নজর দিচ্ছে, বিপিএল শেষ হলে হয়তো আমরা আবার বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করবো।"
