সেরা তিন-চারে থেকে কোয়ালিফাই করতে চায় ঢাকা ক্যাপিটালস, জানালেন সাইফুদ্দিন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ভারতে খেলতেই হবে এই খবর অসত্য, বিসিবি জানাল আইসিসি কি বলেছে
-
2
পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
-
3
সেরা তিন-চারে থেকে কোয়ালিফাই করতে চায় ঢাকা ক্যাপিটালস, জানালেন সাইফুদ্দিন
-
4
এই দিনে জন্ম নেয় বাংলাদেশ নামের ক্রিকেট দল
-
5
স্মিথের অপরাজিত ১২৯ রানে অস্ট্রেলিয়ার দাপট, অ্যাশেজ ইতিহাসে নতুন মাইলফলক
সেরা তিন-চারে থেকে কোয়ালিফাই করতে চায় ঢাকা ক্যাপিটালস, জানালেন সাইফুদ্দিন
সেরা তিন-চারে থেকে কোয়ালিফাই করতে চায় ঢাকা ক্যাপিটালস, জানালেন সাইফুদ্দিন
এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাক্তিগত পারফরম্যান্স চলনসই হলেও দলগত ভাবে ব্যর্থ ঢাকা। এই পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩ টিতেই হেরেছে তারা। আজ সিলেটে সংবাদসম্মেলনে এসে সাইফুদ্দিন জানালেন কিভাবে দলগতভাবে ভালো করা যায় সেটা নিয়েই কাজ করছেন তারা
"যেহেতু আমরা দলগতভাবে খুব একটা ভালো করতে পারছি না, তাই আমাদের আলোচনা হচ্ছে কিভাবে কামব্যাক করে টপ থ্রি-ফোরে আসা যায়।"
বিপিএলে একটি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবুও তার ভাষ্য দলের প্রয়োজনে শেষ দুই বলেও ব্যাটিংয়ে নামতে প্রস্তুত তিনি, "টিমের কম্বিনেশনের কারণে যদি আমাকে শেষ দুই বলেও ব্যাটিংয়ে নামতে হয়, আমি সেটার জন্য প্রস্তুত। আসলে এখানে অনেক পরিকল্পনা থাকে, বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন থাকে। যেহেতু টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ বাকি আছে, ইনশাআল্লাহ সামনে সুযোগ আসবে বলে আশা করি।"
সাইফুদ্দিন আরো বলেন, "অবশ্যই স্পোর্টিং উইকেট চাই। যেহেতু আইসিসি ইভেন্টগুলো ব্যাটিং ফ্রেন্ডলি হয়, তাই আমরাও চাই ২০০-২১০ রান চেজ করার মানসিকতা তৈরি করতে। আবার ১৭০-১৮০ রান ডিফেন্ড করার সুযোগও থাকা উচিত।"
সাইফুদ্দিনের মতে বেশীর ভাগ ম্যাচ তারা একদম কাছে গিয়ে হেরেছে। ব্যাপারটি হতাশাজনক হলেও এখান থেকেও ফিরে আসার সুযোগ রয়েছে, "এখনো আমাদের অবশ্যই সুযোগ আছে। যদি দেখেন, আমরা পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেটই খেলেছি, হয়তো ভাগ্যটা আমাদের সাথে ছিল না। চিটাগংয়ের সাথে ম্যাচটা ছাড়া বাকি তিনটা ম্যাচই আমরা খুব কাছে গিয়ে হেরেছি। এটা আমাদের জন্য হতাশাজনক হলেও ফিরে আসার সুযোগ আছে।"
