টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, অভিজ্ঞতা-তারুণ্যের মিশেলে দক্ষিণ আফ্রিকার দল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সুপার ওভারে জয় পেল রাজশাহী, রংপুরের সঙ্গে নাটকীয় সমতার লড়াই
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, ঘোষণা হলো ১৫ সদস্যের দল
-
3
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে তামিম
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে চমক কুনেম্যান
-
5
বিশ্বকাপ ভাবনায় নয় এখনই, শামীমের চোখ বিপিএলেই
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, অভিজ্ঞতা-তারুণ্যের মিশেলে দক্ষিণ আফ্রিকার দল
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, অভিজ্ঞতা-তারুণ্যের মিশেলে দক্ষিণ আফ্রিকার দল
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরের দলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাত ক্রিকেটার। নতুন মুখগুলোর মধ্যে রয়েছেন ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি ও জেসন স্মিথ, অলরাউন্ডার জর্জ লিন্ডে ও ডোনোভান ফেরেইরা এবং বোলার করবিন বশ ও কুইনা মাফাকা।
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন কুইন্টন ডি কক। গত অক্টোবরে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আগ্রহ জানানোর পর এই উইকেটকিপার-ব্যাটারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। ডি কক ওপেনিংয়ে ব্যাট করতে পারেন ডেভিড মিলারের সঙ্গে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকার সেই দল থেকে এবার মাত্র সাতজন ক্রিকেটার জায়গা পেয়েছেন, যার অন্যতম মিলার। স্পিন আক্রমণের মূল দায়িত্ব সামলাবেন কেশব মহারাজ ও জর্জ লিন্ডে।
পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। পাঁজরের চোট কাটিয়ে প্রায় দশ সপ্তাহ পর নববর্ষের আগের দিন মাঠে ফেরেন এই তারকা পেসার। বিশ্বকাপে তাকে সহায়তা করবেন আনরিখ নরকিয়া, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, করবিন বশ ও বাঁহাতি পেসার কুইনা মাফাকা।
আগের আসরের ফাইনালে হতাশার পর এবার নতুন উদ্যমে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা দল:
এইডেন মার্করাম (অধিনায়ক), করবিন বশ, ডিওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক (উইকেটকিপার), টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কুইনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, জেসন স্মিথ।
