আকবর আলীর নেতৃত্বে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
2
আইপিএল নিলামে নাম ডাকাই হয়নি পাঁচ বাংলাদেশির, তাসকিনকে নিতে আগ্রহ ছিল না কারও
-
3
নিলাম শেষে এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
-
4
কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
-
5
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
আকবর আলীর নেতৃত্বে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা
আকবর আলীর নেতৃত্বে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা
একসময়ের যুব বিশ্বকাপ জয়ী উইকেটরক্ষক ব্যাটার আকবর আলীর জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবার তিনি হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (২৯ অক্টোবর) দলের নাম ঘোষণা করেছে। টুর্নামেন্টটি হবে হংকংয়ের টিন কুং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে, ৭ থেকে ৯ নভেম্বর।
এখন পর্যন্ত হংকং সিক্সেসের শিরোপা বাংলাদেশ জিততে পারেনি। তবে গত আসরে দল তার খেলায় ছন্দ ফিরে পেয়েছিল এবং সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এবার সেই সাফল্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে টাইগাররা।
দলে ফিরেছেন অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। গত আসরে চমক দেখানো ওপেনার জিশান আলমও দলবলে রয়েছেন। তিনি চার ম্যাচে ১৫২ রান সংগ্রহ করেছেন এবং ৬ উইকেট নিয়েছিলেন। জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও এবার দলে আছেন; তিন ফরম্যাটে ৮০টি আন্তর্জাতিক ম্যাচে অভিজ্ঞতা রয়েছে তার। মোহাম্মদ সাইফউদ্দিনও দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খেলবেন, যিনি গত আসরে চার ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন।
দলের বাকি সদস্যরা হলেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান। নতুন এই দল আশা জাগাচ্ছে অভিজ্ঞতার সঙ্গে যুবপ্রবণ শক্তির মিশ্রণে।
