এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের সিরিজ জয়
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
4
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
5
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের সিরিজ জয়
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের সিরিজ জয়
সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পরের ম্যাচেও ৮৭ রানের দাপুটে জয় তুলে নিল নুরুল হাসান সোহানের দল। আর তাতে এক ম্যাচ আগেই বাংলাদেশ 'এ' দল নিশ্চিত করল সিরিজ জয়।
টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়ে সিরিজ হেরে গেল নিউজিল্যান্ড 'এ' দল। প্রথম ম্যাচ জিতে আগেই নিজেদের এগিয়ে রেখেছিল বাংলাদেশ 'এ' দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বজায় ছিল দাপট। ৮৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই কিউইদের বিপক্ষে সিরিজ জিতেছে সোহানের দল।
৩৪৪ রানের পাহাড়সম সংগ্রহ স্কোরবোর্ডে জমা করে বোলারদের জন্য কাজটা আগেই সহজ করে রাখেন স্বাগতিক ব্যাটাররা। মাহিদুল ইসলাম অংকন আর অধিনায়ক নুরুল হাসান সোহান মিলে রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে দেন কিউইদের বোলিং আক্রমণ। সোহানের ব্যাট থেকে আসে ১১২, মাহিদুল অংকন ইনিংস শেষের ২ বল আগে আউট হন ১০৫ করে।
৩৪৫ রানের টার্গেট টপকাতে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়ে নিউজিল্যান্ড। মোসাদ্দেক হোসেন অ্যাকশনে এসে ভাঙেন এই জুটি। আরেক ওপেনার ডেল ফিলিপস অবশ্য ফিফটি হাঁকিয়ে চলে যানে ৭৯ রানে, শরিফুল ইসলাম তাকে ফেরান দলীয় ৯৯ রানে। তিনে নামা জো কার্টার ১৩ রানের বেশি করতে পারেননি।
ব্যর্থ হয়েছেন ম্যাট বয়েল (১), অধিনায়ক নিক কেলিও (১৪)। কিউই অধিনায়ককে ফিরিয়ে মোসাদ্দেক দখলে নেন নিজের ৩য় শিকার। দলীয় ১৬২ রানে ৬ষ্ঠ, ১৯৫ রানের মাথায় ৭ম উইকেট হারায় নিউজিল্যান্ড। মাঝে সেট হয়ে যাওয়া মিচ হে খেলেন ৩৮ রানের ইনিংস। রেজাউর রহমান রাজার ডেলিভারিতে ক্যাচ লুফে নেন এনামুল হক বিজয়।
শেষ পর্যন্ত ২৫৭ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড 'এ' দলের ইনিংস। এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের সিরিজ জয়।
