হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
3
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
4
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
টানা সাফল্যের গল্পে অভ্যস্ত বাংলাদেশ হঠাৎই যেন থমকে গেছে। একের পর এক চারটি টিটোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দ হারিয়েছে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচেই হারের ধাক্কা, ফলে ট্রফি নিশ্চিতভাবেই হাতছাড়া। এখন শেষ ম্যাচে একটাই লক্ষ্য হোয়াইটওয়াশের অপমান থেকে বাঁচা।
শেষ ম্যাচে একাদশে আসতে পারে নতুন চেহারা। একাদশে আসতে পারে ৩ পরিবর্তন। পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম এবার মাঠে নামার অপেক্ষায়। দল ব্যবস্থাপনা তাদের অন্তত শেষ ম্যাচে পরীক্ষা করে দেখতে পারে।
ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা বেশি। টানা ব্যর্থতার কারণে শামীম পাটোয়ারী হয়তো জায়গা হারাতে পারেন, তার পরিবর্তে দেখা যেতে পারে ইমনকে। স্পিন আক্রমণে নাসুম আহমেদ বা রিশাদ হোসেনের পরিবর্তে সুযোগ মিলতে পারে অলরাউন্ডার শেখ মেহেদীর। পেস ইউনিটেও বিশ্রাম পেতে পারেন অভিজ্ঞ মোস্তাফিজ, তার স্থলে নামতে পারেন তরুণ শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর মাত্র চারটি ম্যাচ বাকি। তাই এই ম্যাচে পারফরম্যান্সের পাশাপাশি নতুন কম্বিনেশন যাচাইয়ের সুযোগটাই কাজে লাগাতে চায় দলীয় ব্যবস্থাপনা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
