Image

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আইপিএলে নিষিদ্ধ দিগ্বেশ রাঠি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আইপিএলে নিষিদ্ধ দিগ্বেশ রাঠি

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আইপিএলে নিষিদ্ধ দিগ্বেশ রাঠি

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আইপিএলে নিষিদ্ধ দিগ্বেশ রাঠি

আইপিএলের শৃঙ্খলা ভঙ্গের কারণে কড়া শাস্তির মুখে পড়লেন লখনৌ সুপার জায়ান্টসের পেসার দিগ্বেশ সিং। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সোমবার লখনৌতে অনুষ্ঠিত ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

এটি চলতি মৌসুমে দিগ্বেশ সিংয়ের তৃতীয় লেভেল ১ ধরণের অপরাধ, যা আইপিএলের আচরণবিধির ২.৫ অনুচ্ছেদের আওতায় পড়ে। এর আগে তিনি পাঞ্জাব কিংসের বিপক্ষে ১ এপ্রিল একটি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ এপ্রিল দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। সোমবারের ম্যাচ শেষে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় ৫, যার ফলে নিয়ম অনুযায়ী তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার কারণে আগামী ২২ মে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না দিগ্বেশ।

অন্যদিকে, একই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের অলরাউন্ডার অভিষেক শর্মাকেও শাস্তির মুখে পড়তে হয়েছে। আচরণবিধির ২.৬ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে তাঁকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এটি তাঁর চলতি মৌসুমের প্রথম লেভেল ১ অপরাধ এবং তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, লেভেল ১ ধরণের অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।

Details Bottom
Details ad One
Details Two
Details Three