এনওসি চেয়েছেন মুস্তাফিজ, বিসিবির সিদ্ধান্ত কি?
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 3 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি
-
2
জো রুটের শতক মুক্ত করল হেইডেন পরিবারের অস্বস্তি
-
3
যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রিকেট লিগের বার্ষিক অ্যাওয়ার্ডস বাংলাদেশি কমিউনিটির ক্লাবগুলোর দারুণ সাফল্য
-
4
নিউজিল্যান্ডের দিনে টিকনার ঝলক, তবে ইনজুরিতে মাঠ ছাড়লেন তিনি
-
5
অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া
এনওসি চেয়েছেন মুস্তাফিজ, বিসিবির সিদ্ধান্ত কি?
এনওসি চেয়েছেন মুস্তাফিজ, বিসিবির সিদ্ধান্ত কি?
প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার জন্য মুস্তাফিজ বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস দ্য ফিজকে দলে নিয়েছে। আইপিএল, পিএসএল, লঙ্কা প্রিমিয়ার লিগ খেললেও আইএল টি-টোয়েন্টিতে এবারই প্রথম মুস্তাফিজ।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২০২৫ আইএল টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফট। এর আগেই দল পেয়ে গেলেন মুস্তাফিজ। এরমাঝে মুস্তাফিজুর রহমান অনাপত্তিপত্র চেয়ে আবেদনও করেছেন বিসিবির কাছে।
আগামী ২ ডিসেম্বর শুরু হবে আইএল টি-টোয়েন্টির এবারের আসর, ফাইনাল মাঠে গড়াবে পরের বছরের ৪ জানুয়ারি। একই সময়ে বাংলাদেশে হতে পারে বিপিএল। তবে বিপিএল পিছিয়ে গেলে মুস্তাফিজের এনওসি সহজেই গৃহীত হওয়ার কথা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৮৯ ম্যাচ খেলে মোট ৩৬২ উইকেট দখলে নিয়েছেন ফিজ। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪৫ করে। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন চারবার।
