সরাসরি বিশ্বকাপে খেলবেন বলেই বিশ্বাস রিশাদের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 10 মিনিট আগে
সরাসরি বিশ্বকাপে খেলবেন বলেই বিশ্বাস রিশাদের

সরাসরি বিশ্বকাপে খেলবেন বলেই বিশ্বাস রিশাদের

সরাসরি বিশ্বকাপে খেলবেন বলেই বিশ্বাস রিশাদের

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে দিনটা এখন কঠিন সময়ের। বছর খানেক আগেও এই ফরম্যাটে অন্যতম সেরা দল ছিল টাইগাররা, কিন্তু সাম্প্রতিক সময়ে হার যেন সঙ্গী হয়ে গেছে দলের। ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্ন উঠেছে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিয়েও।

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে দাবি ওঠে, চলমান আফগানিস্তান সিরিজ কিংবা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশকে নেমে যেতে হবে বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে। তবে এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিয়ম অনুযায়ী, র‍্যাংকিংয়ে সেরা নয় দলের মধ্যে থাকলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। সেই তালিকায় জায়গা ধরে রাখার লড়াইয়ে রয়েছে বাংলাদেশ। তবে দল নিয়ে কোনো সংশয় দেখছেন না লেগ স্পিনার রিশাদ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন,
“সবার ১০০% বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপে খেলব ইন শা আল্লাহ।”

দলের বর্তমান অবস্থার প্রসঙ্গে রিশাদ আরও বলেন,
“খারাপ সময় যাচ্ছে, সবাই সবার দিক থেকে ১১০% দিচ্ছে। আশা করছি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসবো।”

অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়েও কোনো অভিযোগ নেই তরুণ লেগ স্পিনারের। তার ভাষায়,
“আসলে এটা (সিনিয়রদের অভাব) নিয়ে সে রকম কিছু বলার নেই। একটা নিউ জার্নিতে যাচ্ছি। এই সময়ে সবার সাপোর্ট বা বিশ্বাস থাকলে বেটার কিছু করব ইন শা আল্লাহ।”

শেষে দলের শক্তি ও সামর্থ্য নিয়েও আশাবাদী রিশাদ যোগ করেন,
“আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন ক্লিক করবে একসাথে, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কেউ আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সবার প্ল্যান এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরে সিরিজ কিভাবে ভালো করা যায়।”