তাসকিন-সাইফউদ্দিনের প্রশংসা মাদান্দের কণ্ঠে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 41 সেকেন্ড আগে
তাসকিন-সাইফউদ্দিনের প্রশংসা মাদান্দের কণ্ঠে

তাসকিন-সাইফউদ্দিনের প্রশংসা মাদান্দের কণ্ঠে

তাসকিন-সাইফউদ্দিনের প্রশংসা মাদান্দের কণ্ঠে

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয়েছে জিম্বাবুয়ে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারানোর প্রতিযোগিতা শুরু করে সফরকারী ব্যাটাররা। এমন হারের দিনে জিম্বাবুয়ে ব্যাটার ক্লাইভ মাদান্দে জানালেন, টসে জয় লাভ করা এখানে একটা বড় পার্থক্য তৈরি করেছে। কীভাবে ঘুরে দাঁড়াবেন, সংবাদ সম্মেলনে এসে সে কথাও জানিয়েছেন জিম্বাবুয়ের পক্ষে ইনিংস সর্বোচ্চ রান করা এই ব্যাটার। 

জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয় থেকে উত্তরণের পথে মাদান্দের দায়িত্বশীলতা কিছুটা কাজে দেয়। যেখানে মাত্র ৪১ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল দল। মাদান্দের ৩৯ বলে ৪৩ রানের ইনিংস সেখানে কিছুটা লড়াই করার রসদ এনে দেয়। 

টসে জয় লাভ করা এবং পরে ব্যাট করার সিদ্ধান্ত চট্টগ্রামে কাজে দিয়েছে বলে মনে করেন এই জিম্বাবুইয়ান ব্যাটার, “আসলে এখানে টসে জেতাটা দারুণ ছিল। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। আমরা হয়ত কয়েকটা বেশি উইকেট হারিয়ে ফেলেছি যতটুকু হারানোর দরকার ছিল। পরে আবার ঘুরে দাঁড়িয়েছি। তারা বল হাতে দারুণ শুরু করেছে। আমরা প্রত্যাশার চেয়েও বেশি উইকেট হারিয়েছি শুরুতে।”

শুরুতে ব্যাটিং করা কিছুটা কঠিন ছিল বলে মানছেন মাদান্দে। বিশেষভাবে তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনের কথা আনলেন তিনি। এই দুই বোলার ৩ টি করে উইকেট পেয়েছেন। কিছুটা সময় নিলে ব্যাটিং আরও ভালো হতো বলে মনে করছেন এই ব্যাটার।

“আসলে এখানে ব্যাট করাটা কঠিন ছিল। বল এখানে মুভ করছিল। শুরুর দিকে তাসকিন-সাইফউদ্দিন দারুণ বোলিং করেছে। বিষয়টি কঠিন ছিল। পরে বল সহজে ব্যাটে এসেছে তখন বিষয়টি ঠিকঠাক ছিল। আমাদের শুরুতে আরও একটু সময় নেওয়া উচিত ছিল হয়ত, তাহলে পরে ভালো করতে পারতাম।” 

পরের ম্যাচের জন্য অনুপ্রেরণা কীভাবে খুঁজে পাবে জিম্বাবুয়ে? সে কথাও জানিয়েছেন মাদান্দে। তিনি মনে করছেন, শুরুর দিকে ভালো ও মনোযোগী ব্যাটিং করতে হবে। বাংলাদেশের প্রশংসা করলেন আলাদা করে। খুব বেশি অভিযোগ করতে চান না, বরং প্রস্তুত হতে চা আগামী ৫ মে, সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য।