স্মরণে আমিনুল হক মনিঃ একজন খেলোয়াড়, সফল ক্রীড়া সংগঠক
৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান
প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

স্মরণে আমিনুল হক মনিঃ একজন খেলোয়াড়, সফল ক্রীড়া সংগঠক
স্মরণে আমিনুল হক মনিঃ একজন খেলোয়াড়, সফল ক্রীড়া সংগঠক
আমিনুল হক মনি নামটার সাথে হয়তো অনেকেই পরিচিত নন। সেটা অস্বাভাবিকও না। খেলাপাগল এই মানুষ যে ক্রিকেট নিয়ে কাজ করেছেন পর্দার আড়ালে থেকেই।
১৯৬৪ সালে ম্যাট্রিক পাশ করা এই মেধাবী মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১ম বিভাগে উত্তীর্ন হন। বেশ কিছুদিন শিক্ষকতাও করেন প্রাচ্যের অক্সফোর্ডে। পেশাদারী জীবনে ছিলেন বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক।
দেশ স্বাধীন হবার পূর্বে "বাংলাদেশ বয়েজ" এর হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলেছেন। ১৯৭৯-১৯৮০ মৌসুমে প্রথম বিভাগ ক্রিকেটে "ন্যাশনাল স্পোর্টিং" এর হয়ে মাঠ মাতিয়েছিলেন।
খেলোয়াড় মনি ছিলেন এক সফল ক্রিকেট সংগঠক। ১৯৮৩ সালে বছর তিনেকের জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ছিলেন বোর্ডের সাধারণ সচিব। এছাড়া পরে বোর্ড পরিচালক হিসেবেও কাজ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন সংগঠক।
আইসিসি ট্রফিতে "অ্যাস্ট্রো টার্ফ" এ খেলা হবে এই কথা মাথায় রেখে সুদুরপ্রসারী ভাবনার অধিকারী মনি দেশে খেলোয়াড়দের "অ্যাস্ট্রো টার্ফ" এ খেলার সুযোগ করে দেন ।
সফল সংগঠক আমিনুল হক মনি সম্পর্কে মুল্যায়ন করতে গিয়ে বর্তমান বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, "বাংলাদেশের ক্রিকেটের জন্যে যারা নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন তাদের মধ্যে মনি ভাই অন্যতম। তাছাড়া মোহামেডানের সাফল্যেও তার অবদান অনস্বীকার্য।"
আমিনুল হক মনির দীর্ঘদিনের সহযোদ্ধা, বাল্যবন্ধু সৈয়দ মাহবুব সোবহানী বলেন, "মনি অনেক মেধাবী ও আড্ডাপ্রিয় মানুষ ছিলো। মতিঝিলের ইসলামিয়া রেস্টুরেন্টে আমরা প্রচুর আড্ডা দিতাম। আড্ডার বিষয়বস্তু সবসময় ঐ খেলাই থাকতো। খেলাধুলায় তার আগ্রহ ছিলো চোখে পড়ার মতো।"
সাবেক এই ক্রিকেটার ও সফল সংগঠক পৃথিবীর মায়া ত্যাগ করেন ৩১ মে ২০১৫। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৬।