ম্যাচ হারের পর যা বললেন অধিনায়ক লিটন দাস

ম্যাচ হারের পর যা বললেন অধিনায়ক লিটন দাস
ম্যাচ হারের পর যা বললেন অধিনায়ক লিটন দাস
২০৫ রানের সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় আরব আমিরাতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। ৬ বলে ১২ রানের সমীকরণ মিলিয়ে ১ বল হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে জেতে আরব আমিরাত। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বললেন, যেকোনো পরাজয়ই তার কাছে কষ্টদায়ক। শারজাহর শিশিরের ওপর হারের দায় দিলেন লিটন।
বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় আনলো আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ৮২ রানের ইনিংসের পর শেষ ওভারের নাটকীয়তাই রোমাঞ্চকর জয় পেল। বাংলাদেশকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস। বাংলাদেশ এই প্রথম দুইশ রানের টার্গেট দিয়েও ম্যাচ হারল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে শোনা গেল হতাশা, 'যেকোনো পরাজয়ই কষ্টদায়ক। উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল। যখন তারা ব্যাট করেছিল, তখন তাদের শিশিরের সুবিধা ছিল। ফিল্ডিং এবং মাঝখানের ওভারের বোলিংয়ে আমরা কিছুটা মিস করেছি।'
'আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের মাঠে খেলবেন, যা দেখে ছোট মনে হয়, শিশির একটা বড় ফ্যাক্টর- আপনি যখন বল করবেন, তখন হিসাব কষতে হবে।'
'আমরা তার (নাহিদ রানা) কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম। আপনার ভালো দিন এবং খারাপ দিন থাকতে পারে। আমরা বসে কথা বলব এবং ফিরে আসব। (নিজের ইনিংস সম্পর্কে) আমি যা করেছি তা লক্ষ্যমাত্রা পর্যন্ত নয় তবে আমি আমার সেরাটা চেষ্টা করব।'