Image

সানরাইজার্স হায়দ্রাবাদের মতোই জয় ছিনিয়ে নিল আরব আমিরাত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সানরাইজার্স হায়দ্রাবাদের মতোই জয় ছিনিয়ে নিল আরব আমিরাত

সানরাইজার্স হায়দ্রাবাদের মতোই জয় ছিনিয়ে নিল আরব আমিরাত

সানরাইজার্স হায়দ্রাবাদের মতোই জয় ছিনিয়ে নিল আরব আমিরাত

আইপিএলে গতরাতে লখনৌ সুপার জায়ান্টসের দেওয়া ২০৬ রানের লক্ষ্য ১০ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রাতের আরেক ম্যাচে লখনৌর সমান ২০৫ রানের সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় আরব আমিরাতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। 

লক্ষ্যটা ছিল ২০৬ রানের। তবে মোহাম্মদ ওয়াসিমের ঝড়ো ইনিংসে ভর করে আরব আমিরাতের জন্য তা সহজ হয়ে যায় অনেকটাই। ১ বল হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে জেতে আরব আমিরাত। অন্যদিকে আইপিএল ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস ২০৫ রানে বড় সংগ্রহ করেও টিকতে পারলো না। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিল টুর্নামেন্ট। 

বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় আনলো আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ৮২ রানের ইনিংসের পর শেষ ওভারের নাটকীয়তাই রোমাঞ্চকর জয় পেল। বাংলাদেশকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস। বাংলাদেশ এই প্রথম দুইশ রানের টার্গেট দিয়েও ম্যাচ হারল। 

মোহাম্মদ ওয়াসিমের মতো ঝড়ো ইনিংস খেলে হায়দ্রাবাদের জয়ের পথও সহজ করে দেন অভিষেক শর্মা। ২০ বলে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার অভিষেক। অভিষেকের বিদায়ের পর ইশান কিষান (২৮ বলে ৩৫), হেনরিখ ক্লাসেন (২৮ বলে ৪৭) ও কামিন্দু মেন্ডিস (২১ বলে ৩২) দলের জয়ে অবদান রাখেন। 

Details Bottom