টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশিবার ডাক এখন সাকিবের

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশিবার ডাক এখন সাকিবের
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশিবার ডাক এখন সাকিবের
গতরাতে পিএসএলে ব্যাটিং শেষে বিব্রতকর ইতিহাসে সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সাকিবের। আর তাতেই সাকিব টপকে গেছেন সৌম্য সরকারকে।
সৌম্য সরকারকে মুক্তি দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড এখন সাকিব আল হাসানের। সৌম্যর ৩১ টপকে সর্বোচ্চসংখ্যকবার ০ রানে আউট হয়েছেন সাকিব। তবে সাকিব অবশ্য টি-টোয়েন্টিতে সৌম্যর চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ৪১০ ইনিংসে ব্যাট করেছেন সাকিব, যেখানে সৌম্য খেলেছেন ২৩২ ইনিংস।
লাহোর কালান্দার্সের হয়ে লিগ পর্বের ম্যাচে সাকিব পান গোল্ডেন ডাকের স্বাদ। কোয়ালিফায়ারে সাকিব আল হাসান আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ২ বল খেলেও কোনো রান পাননি। পরপর দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমে সাকিবের নামের পাশে ০, ০।
টি-টোয়েন্টিতে এই নিয়ে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন সাকিব। সাকিব, সৌম্যর সাথে শূন্য রানে আউট হওয়ার লিস্টে আছেন ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০), মুশফিকুর রহিম (১৯)।