Image

ইনজুরির কারণে বিশ্রামে পারভেজ ইমন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইনজুরির কারণে বিশ্রামে পারভেজ ইমন

ইনজুরির কারণে বিশ্রামে পারভেজ ইমন

ইনজুরির কারণে বিশ্রামে পারভেজ ইমন

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার পারভেজ হোসেন ইমন নেই আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তার পরিবর্তে সেরা একাদশে নাজমুল হোসেন শান্ত। চোট পাওয়া ইমনকে বিশ্রামের জন্য একাদশের বাইরে রাখা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময় বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন বাম কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন। রেকর্ড সেঞ্চুরি হাঁকানো ইমন চোটের কারণে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি ফিল্ডিং করতে।

আজ ইমনের ফিটনেস পরীক্ষা করা হয়। গুরুতর কিছু হয়নি, ফলে তাকে ম্যাচ খেলার জন্য ফিট ঘোষণা করা হয়। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। বিশ্রামে থাকবেন বলেই আজকের ম্যাচের সেরা একাদশে জায়গা পাননি। 

একাদশে মোট ৪ পরিবর্তন নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করছে বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হয়েছেন অধিনায়ক লিটন দাস। ৬ ওভারে বাংলাদেশের রান ৬৬, ২৫ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। পারভেজ ইমনের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ- 

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। 

Details Bottom