Image

আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

২৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাটিং পায় বাংলাদেশ। নজরকাড়া ব্যাটিংয়ে ২৫ বলেই ফিফটি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। শেষদিকে তাওহীদ হৃদয়ের ৪৫ রানের ক্যামিওতে বাংলাদেশ পায় ২০৫ রানের সংগ্রহ। 

এক ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিজেদের করে নেওয়ার সুযোগ লিটন দাসের দলের সামনে। আর সিরিজ সমতায় আনতে হলে ১২০ বলে আরব-আমিরাতকে করতে হবে ২০৬ রান। 

নতুন অধিনায়ক লিটন দাসের টসভাগ্য আজও পক্ষে আসেনি। বাংলাদেশের সেরা একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন নাজমুল হোসেন শান্ত। আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন পারভেজ ইমন। সেঞ্চুরি করেও বিশ্রামে ইমন, প্রথম ম্যাচে ব্যাট করার সময় পেয়েছিলেন চোট।  

হায়দার আলিকে ছক্কা হাঁকিয়ে ২৫ বলে ফিফটি পূর্ণ করেন তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লের ৬ ওভারে রান আসে ৬৬। ৯ ওভার শেষে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি, ততক্ষণে স্কোরবোর্ডে জমা হয় ৯০ রান। ৩৩ বলে ৫৯ রানের আগ্রাসী ইনিংস খেলা তানজিদ হাসান তামিম চার মারেন ৮টি, ছক্কা হাঁকান ৩টি। তামিমের বিদায়ের উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। 

বাংলাদেশের ১২তম খেলোয়াড় হিসেবে পঞ্চাশ ম্যাচের মাইলফলক ছোঁয়া শান্ত এদিন শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। তবে ফিফটির পথে থেকেও মিস করেন লিটন। ৩২ বলে ৪০ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। শান্তও এরপর ইনিংস লম্বা করতে পারেননি; ফিরেছেন ২৭ রান করে, ১৯ বলের ইনিংসে ছিল একটি ছক্কা ও ২ চার। দলীয় ১৬৩ রানে ৩য় উইকেট হারায় বাংলাদেশ। 

শান্তর পর উইকেটে আসা জাকের আলি অনিক আউট হয়েছেন ৬ বলে ১৮ রান করে। তাঁকে ফিরিয়েছেন পেসার জাওয়াদউল্লাহ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪র্থ ফিফটি পাওয়া হলো না তাওহীদ হৃদয়ের, ২৪ বলে ৪৫ রানের ক্যামিও থামে ইনিংসের শেষ ওভারের প্রথম ডেলিভারিতে। শেষ পর্যন্ত বাংলাদেশ তুলেছে ৫ উইকেটে ২০৫ রান। 

Details Bottom