বাংলাদেশ বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে!

বাংলাদেশ বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে!
বাংলাদেশ বিশ্বকাপ জিতলে তবেই বিয়ে!
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে এসে খেলা দেখছিলেন এক বাংলাদেশি সমর্থক। কিন্তু তার হাতে থাকা একটি প্ল্যাকার্ড মুহূর্তেই টিভি ক্যামেরায় ধরা পড়ে আর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। প্ল্যাকার্ডে লেখা ছিল, "I will never get married until Bangladesh win a World Cup"!
বাংলাদেশ ক্রিকেট দল এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপ জেতেনি কিবনা বিশ্ব ক্রিকেটে দলটির অবস্থান খুব একটা ও ভালো নয়। তাই এই সমর্থকের বিয়ে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা! গ্যালারিতে অন্য সমর্থকরা খোশ মেজাজে খেলায় মনোযোগ দিলেও ওই তরুণ ছিলেন নিজের শর্তে অটল। বিশ্বজয়ের আগেই বিয়ের কোনো চিন্তা নেই।
ক্রিকেটভক্তদের আবেগ ও ভালোবাসা এমনিতেই প্রবল, তবে এই ধরনের প্রতিজ্ঞা যেন আলাদা মাত্রা যোগ করে। কেউ কেউ মজার ছলে প্লাকার্ড হাতে লোকটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলছেন, "সময়ের সাথে হয়তো প্রতিজ্ঞাও বদলাবে!" আবার কেউ আবার তার জন্য দোয়া করছেন যেন বাংলাদেশ খুব শিগগিরই একটি বিশ্বকাপ জিততে পারে কমপক্ষে তার বিয়ের পথটা যেন খুলে যায়!
বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও, তাদের প্রতি ভক্তদের এমন আবেগই ক্রিকেটকে বারবার বাঁচিয়ে রাখে। এখন দেখার বিষয়, কার আগে হয় বাংলাদেশের বিশ্বকাপ জয়, না ওই সমর্থকের 'প্রেমে হারে' নিজের প্রতিজ্ঞা ভাঙা!