Image

১১ ম্যাচ কম খেলে আইপিএলে সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১১ ম্যাচ কম খেলে আইপিএলে সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

১১ ম্যাচ কম খেলে আইপিএলে সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

১১ ম্যাচ কম খেলে আইপিএলে সাকিবকে টপকে শীর্ষে মুস্তাফিজ

৪-০-৩৩-৩; এই বোলিং ফিগারই বলে দেয় মুস্তাফিজের সামনে কতটা অসহায় ছিল পাঞ্জাব কিংসের ব্যাটাররা। শুরুতে ব্রেকথ্রু, ডেথে শিকার করেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। মুস্তাফিজ এদিন পাঞ্জাবের ৩ উইকেট পাওয়ার পথে আইপিএলে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েন। সবচেয়ে কম ম্যাচ খেলেই টপকে যান তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

২০১১ সাল থেকে আইপিএল ২০২১ পর্যন্ত ৭১ ম্যাচ খেলা সাকিবের শিকার মোট ৬৩ উইকেট। তার এই উইকেট সংখ্যা মুস্তাফিজ টপকে যান মাত্র ৬০ ম্যাচ খেলতেই। শুধু ছাড়িয়ে গিয়েই ক্ষান্ত হননি ফিজ, ২০২৫ আইপিএল শেষে তার উইকেট সংখ্যা এখন ৬৫'তে। 

এবারের আসরের শেষ ৩ ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসে যুক্ত হয়ে মুস্তাফিজ নেন ৪ উইকেট। প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পান রোহিত শর্মার উইকেট। আজ জয়পুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভারে রান দেন ৩৩, বিপরীতে তুলে নেন ৩ উইকেট। 

পাঞ্জাব কিংসকে ইনিংসে প্রথম ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে অ্যাকশনে এসেই প্রিয়াংশ আর্যর উইকেট শিকার করেন। এরপর দ্বিতীয় ওভার করতে এসে ১৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। ইনিংসের ১৬তম ওভারে আবার মুস্তাফিজকে ডেকে আনেন ফাফ ডু প্লেসিস। এবার ফিজের শিকার শশাঙ্ক সিং। 

১৩৬ কিমি. গতির কাটার ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ হন ১১ রানে থাকা শশাঙ্ক। বাউন্ডারিবিহীন সেই ওভারে মুস্তাফিজ রান দেন কেবল ৪। শেষ ওভারে ফিজ শিকার করেন মার্কো জানসেনের উইকেট, তাকেও ক্যাচ বানান স্টাবসের গ্লাভসে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করতে পারে পাঞ্জাব।

Details Bottom
Details ad One
Details Two
Details Three