Image

মিরাজ-সাকিব জুটিতে বাড়ছে লিড, লাঞ্চের আগে রান ৪০৪

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরাজ-সাকিব জুটিতে বাড়ছে লিড, লাঞ্চের আগে রান ৪০৪

মিরাজ-সাকিব জুটিতে বাড়ছে লিড, লাঞ্চের আগে রান ৪০৪

মিরাজ-সাকিব জুটিতে বাড়ছে লিড, লাঞ্চের আগে রান ৪০৪

মিরাজ-তাইজুলের ব্যাটে তাকিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করে প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোরবোর্ড ৮ উইকেটে ৪০৪ রান। ৭০ বলে পঞ্চাশ স্পর্শ করে মেহেদী হসান মিরাজ অপরাজিত ৭৬ রানে। বাংলাদেশের লিড ১৭৭ রানের।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বিশাল পুঁজির স্বপ্ন এলেমেলো হয়ে যায় আগের দিন বিকেলেই, মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে। নতুন করে বাংলাদেশের লক্ষ্য ছিল ৬৪ রানের লিডটাকে একশোর উপরে নিয়ে যাওয়া। ক্রিজে থাকা শেষ স্বীকৃত ব্যাটসম্যান মিরাজ অবশ্য কাজটা ঠিকঠাক করেন। সহজেই লিড ১০০ ছাড়িয়ে এখন চোখ দুইশোতে। 

তাইজুল ইসলামও এদিন দারুণভাবে সঙ্গ দেন মিরাজকে। ৪৫ বলে ২০ রান করে তাইজুল যখন প্যাভিলিয়নে ফিরছিলেন ততক্ষণে বাংলাদেশের লিড ১১৫ রানের। ভাঙে ৮৪ বলে ৬৩ রানের জুটি। তাইজুলের বিদায়ের পর অভিষিক্ত তানজিম সাকিবও ব্যাট হাতে দলকে সার্ভিস দেন। 

৭৯ বলে পঞ্চাশ পূর্ণ করে মেহেদী হাসান মিরাজ ও তানজিম সাকিব তাদের জুটি আরও বড় করছেন। তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৯ম উইকেটে তারা যোগ করেছেন ৬২ রান। মিরাজ ক্রিজে আছেন ৭৬ রান নিয়ে, তার সঙ্গী হওয়া তানজিম সাকিবের ব্যাট থেকে এসেছে ২৯। 

গতকাল তিন উইকেট নিয়ে বাংলাদেশের ভোগান্তির কারণ হওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকিসা আজ সকালের সেশনে নিতে পারেন কেবল তাইজুলের উইকেট। এর আগে প্রথম ইনিংসে সফরকারীদের ২২৭ রানে গুটিয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three