নাহিদ রানা বাংলাদেশের রত্ন, ক্যারিবীয়দের মুখে প্রশংসা
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই

নাহিদ রানা বাংলাদেশের রত্ন, ক্যারিবীয়দের মুখে প্রশংসা
নাহিদ রানা বাংলাদেশের রত্ন, ক্যারিবীয়দের মুখে প্রশংসা
টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটারদের কাছে আতঙ্কে পরিণত হয়েছেন নাহিদ রানা। গতির ঝড় তুলে ১৪৫ রানে স্বাগতিকদের অলআউট করতে এই পেসারের অবদান সবচেয়ে বেশি। ছোট ক্যারিয়ারে এখনই তাই সকলের প্রসংশায় ভাসছেন নাহিদ রানা।
নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক লেগস্পিনার ও বর্তমানে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রি। ২২ বছর বয়সী নাহিদ রানাকে নিয়ে বলেন,
"বাংলাদেশ দলের হাতে একটা রত্ন আছে। নাহিদ রানাকে নিয়ে হওয়া আলোচনার পুরোটাই সঠিক। তার গতি অসাধারণ, এখন পর্যন্ত বাংলাদেশের দ্রুততম। সঙ্গে বলের ওপর নিয়ন্ত্রণও অবিশ্বাস্য। সে আরো ভালো হলে বাংলাদেশ ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নিতে পারবে।"
নাহিদ রানাকে নিয়ে প্রসংশা করতে বাদ যাননি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ইয়ান বিশপ। তিনি বলেন, "ক্যারিবিয়ানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে অবশ্যই হতাশ করেননি নাহিদ রানা। অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটারদের অপেক্ষায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রানা ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে।"
এদিকে বাংলাদেশের ধারাভাষ্যকার আতাহার আলী খান ধারাভাষ্য দিতে গিয়ে নাহিদ রানা সম্পর্কে বলেন, "ভবিষ্যতের জন্য নাহিদ রানাকে যত্ন করতে হবে তাহলেই আমরা তার থেকে আরো ভালো পারফরম্যান্স পাবো।"