Image

আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে: সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে: সাকিব

আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে: সাকিব

আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে: সাকিব

রিং পরানোর পর সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল। পরিস্থিতি উন্নতির দিকে। তামিমের দ্রুত সুস্থতা কামনা করেন সাকিব আল হাসান, দোয়া চেয়েছেন সবার কাছে। সাকিব বললেন, তামিমের জন্য সবার দোয়া হবে তার জন্মদিনের সেরা উপহার।

নিজের জন্মদিনের মতো দিনে আনন্দ নেই সাকিব আল হাসানের। সতীর্থ, বন্ধু তামিম ইকবালের জন্য মন কাঁদছে সাকিবের।

সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, 'আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। 

তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!' 

দুপুরের দিকে সিসিইউতে তামিম জ্ঞান ফিরে পেয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three