Image

বিসিবিতে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত শন টেইট, জানালেন বাংলাদেশ দল নিয়ে তার ভাবনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবিতে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত শন টেইট, জানালেন বাংলাদেশ দল নিয়ে তার ভাবনা

বিসিবিতে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত শন টেইট, জানালেন বাংলাদেশ দল নিয়ে তার ভাবনা

বিসিবিতে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত শন টেইট, জানালেন বাংলাদেশ দল নিয়ে তার ভাবনা

অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার শন টেইটকে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়ি জীবনে গতির জন্য খ্যাতি ছিল তাঁর। ৪২ বছর বয়সী এই তারকা চলতি মাসের শেষের দিকে দলের সাথে যোগ দেবেন, ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ। নতুন দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত শন টেইট। 

বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়ে টেইট বলেন, 'বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত হওয়ার জন্য এখনই ভালো সময়, এটি একটি নতুন যুগের সূচনা। সম্প্রতি অনেকবার কথা বলা হয়েছে - অনেক তরুণ ফাস্ট বোলার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যত বেশি সম্ভব দলের জন্য জয় এনে দিতে চাই।'

হেড কোচ ফিল সিমন্সের সাথে কাজ করবেন ভেবে বেশ উচ্ছ্বসিতও টেইট, 'ফিল সিমন্সের সাথে কাজ করার সুযোগ পাওয়া সমানভাবে রোমাঞ্চকর এবং আমি সামনের যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

তাসকিন-শরিফুলদের দায়িত্ব নেওয়ার আগে শন টেইট পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তানের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টি ক্রিকেট সহ বিশ্বের বিভিন্ন শীর্ষ-স্তরের প্রতিযোগিতায় কোচিং ভূমিকা পালন করেছেন। 

সবশেষ বিপিএল আসরে চিটাগং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্বে ছিলেন এবং ২০১২-১৩ সংস্করণে একই দলের হয়ে খেলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের অন্যতম দ্রুততম বোলার টেইট অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য। সব ফরম্যাট মিলিয়ে মোট ৫৯টি ম্যাচে (৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি) অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three