বিকেএসপিতে ক্রিকেটারদের বৃষ্টি বিলাস, হয়নি দুই ম্যাচের একটিও

বিকেএসপিতে ক্রিকেটারদের বৃষ্টি বিলাস, হয়নি দুই ম্যাচের একটিও
বিকেএসপিতে ক্রিকেটারদের বৃষ্টি বিলাস, হয়নি দুই ম্যাচের একটিও
ঢাকা প্রিমিয়ার লিগে আজও ছিল তিন ম্যাচ। তবে বিকেএসপির দুই মাঠের একটিতেও হয়নি খেলা। সকালে ঢাকা থেকে এসে মাঠের লড়াইয়ের বদলে দুপুর পর্যন্ত গল্প-আড্ডায় খেলোয়াড়রা করেন বৃষ্টি বিলাস। চৈত্রের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘলা আকাশের কারণে পরিত্যক্ত লিজেন্ডস অব রূপগঞ্জ-গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ।
মেঘের আনাগোনা, ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। বিকেএসপির ৩ ও ৪ নম্বর গ্রাউন্ডে কাভার দিয়ে ঢাকা হয় উইকেট এরিয়া। টস করতে পর্যন্ত নামতে পারেননি কোনো অধিনায়ক, সময় পেরিয়ে গেলে ভেজা আউটফিল্ড প্রস্তুত করাও হয়ে উঠে প্রায় অসম্ভব।
সকাল ৯টায় ম্যাচগুলো শুরু হওয়ার কথা থাকলেও দুপুর দেড়টার পর ম্যাচ অফিসিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত ডিপিএলের আজ লিজেন্ডস অব রূপগঞ্জ-গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ।
তবে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাবের লড়াই। টসে হেরে আগে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংক ৫০ ওভার ২১৮ রান করতেই অলআউট হয়ে গেছে। টার্গেট টপকাতে নেমে ১৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পারটেক্সের রান ৫৭। জিততে হলে বাকি ৩২ ওভারে রান করতে হবে ১৬২।