মাহমুদউল্লাহর ব্যাটে ৬ উইকেটের জয় রংপুরের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সুপার ওভারে জয় পেল রাজশাহী, রংপুরের সঙ্গে নাটকীয় সমতার লড়াই
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, ঘোষণা হলো ১৫ সদস্যের দল
-
3
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে তামিম
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে চমক কুনেম্যান
-
5
বিশ্বকাপ ভাবনায় নয় এখনই, শামীমের চোখ বিপিএলেই
মাহমুদউল্লাহর ব্যাটে ৬ উইকেটের জয় রংপুরের
মাহমুদউল্লাহর ব্যাটে ৬ উইকেটের জয় রংপুরের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাবাহিকতায় সিলেট টাইটান্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ১২তম ম্যাচে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে রংপুর।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৪৪ রান, হারায় ৮ উইকেট। শুরুটা খুব একটা আশাব্যঞ্জক হয়নি স্বাগতিকদের। ওপেনার সাইম আইয়ুব দ্রুত বিদায় নিলে চাপে পড়ে সিলেট। রনি তালুকদার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বড় ইনিংস খেলতে পারেননি।
মাঝের ওভারে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আফিফ হোসেন ধ্রুব। ৩১ বলে ৪৬ রানের কার্যকর ইনিংসে দলকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। শেষ দিকে ইথান ব্রুকসের ৩২ রানে ভর করে সিলেট দেড়শ ছোঁয়ার স্বপ্ন দেখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় তা আর সম্ভব হয়নি। রংপুরের বোলাররা শেষের দিকে চাপ বাড়িয়ে রান আটকে রাখেন।
জবাবে ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর রাইডার্সও শুরুতে কিছুটা বিপাকে পড়ে। টপ অর্ডারে একাধিক উইকেট হারালেও মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। কাইল মায়ার্স এবং লিটন দাস ধৈর্য্য ধরে ইনিংস গড়ে তোলেন, আর শেষদিকে মহমুদউল্লাহর দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচ ঘুরিয়ে দেয় রংপুরের পক্ষে। মাত্র ১৬ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সিলেটের বোলাররা মাঝেমধ্যে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও প্রয়োজনীয় সময়ে উইকেট তুলে নিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স।
