১০ উইকেটের বড় জয় চট্টগ্রামের, ব্যাটিং ধসে ঢাকার হতাশা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 11 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সুপার ওভারে জয় পেল রাজশাহী, রংপুরের সঙ্গে নাটকীয় সমতার লড়াই
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান, ঘোষণা হলো ১৫ সদস্যের দল
-
3
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে তামিম
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে চমক কুনেম্যান
-
5
বিশ্বকাপ ভাবনায় নয় এখনই, শামীমের চোখ বিপিএলেই
১০ উইকেটের বড় জয় চট্টগ্রামের, ব্যাটিং ধসে ঢাকার হতাশা
১০ উইকেটের বড় জয় চট্টগ্রামের, ব্যাটিং ধসে ঢাকার হতাশা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একতরফা লড়াইয়ে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১২.৪ ওভারে লক্ষ্য পূরণ করে দাপুটে জয় তুলে নেয় চট্টগ্রাম।
ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালসের ইনিংস থামে ১৯.৪ ওভারে ১২২ রানে। শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকার। সাইফ হাসান ১ রান ও জুবাইদ আকবরী ২ রানে ফিরলে শুরুতেই চাপে পড়ে দলটি। এরপর উসমান খান ২১ রান করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৮)।
মাঝের ওভারগুলোতে একের পর এক উইকেট হারায় ঢাকা। শামীম হোসেন করেন ৪, সাব্বির রহমান ৯ এবং ইমাদ ওয়াসিম ৯ রান। নাসির হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে ১৭ রান করেন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ ৩৩ রান করে ইনিংসকে কিছুটা সম্মানজনক করেন। তাসকিন আহমেদ ৫ রান করেন, আর সালমান মির্জা কোনো রান না করেই রানআউট হন।
চট্টগ্রামের বোলারদের মধ্যে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ঢাকার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন সবাই। ফলে নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি ঢাকা ক্যাপিটালস।
জবাবে ব্যাট করতে নেমে কোনো প্রতিরোধের মুখে পড়েনি চট্টগ্রাম রয়্যালস। ওপেনার মোহাম্মদ নাইম ও অ্যাডাম রসিংটন দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকার বোলারদের একেবারেই সুযোগ দেননি। নাইম ৩৮ বলে ৫৪ এবং রসিংটন ৩৮ বলে অপরাজিত ৬০ রান করে অবিচ্ছিন্ন জুটিতে দলকে সহজ জয় এনে দেন।
এই জয়ে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করল চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হার ঢাকার আত্মবিশ্বাসে বড় ধাক্কা হয়ে রইল।
