ইনিংস হার ডাকছে বাংলাদেশকে, অপরাজিত কেবল লিটন দাস
-
1
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
2
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
3
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
4
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
5
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
ইনিংস হার ডাকছে বাংলাদেশকে, অপরাজিত কেবল লিটন দাস
ইনিংস হার ডাকছে বাংলাদেশকে, অপরাজিত কেবল লিটন দাস
এনামুল হক বিজয়কে হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। ফিরে এসে দ্রুত আরও ৫ উইকেট হারায় টাইগাররা। মুশফিকের পর মিরাজও আউট, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ৬ষ্ঠ ব্যাটসম্যানকে হারালো বাংলাদেশ। তখন স্কোরবোর্ডে রান কেবল ১১৫। বাংলাদেশ পিছিয়ে আছে ৯৬ রানে। ১৩ রান নিয়ে অপরাজিত আছেন লিটন দাস।
দিনের শেষবেলায় উইকেট হারান ১১ রানে থাকা মেহেদী হাসান মিরাজ। এর আগে ব্যক্তিগত ২৬ রানে প্যাভিলিয়নে ফেরত যান মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রানের বেশি করতে পারেননি।
