বাংলাদেশ সফরে আসছে আসাম, ম্যাচ রাজশাহী ও বগুড়াতে
-
1
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
2
আইপিএল নিলামে নাম ডাকাই হয়নি পাঁচ বাংলাদেশির, তাসকিনকে নিতে আগ্রহ ছিল না কারও
-
3
কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
-
4
নিলাম শেষে এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
-
5
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
বাংলাদেশ সফরে আসছে আসাম, ম্যাচ রাজশাহী ও বগুড়াতে
বাংলাদেশ সফরে আসছে আসাম, ম্যাচ রাজশাহী ও বগুড়াতে
চলতি মাসের শেষ ভাগে বাংলাদেশ সফরে আসছে আসাম অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। রাজশাহী ও বগুড়াতে স্বাগতিকদের বিপক্ষে ২ টি ৩ দিনের ম্যাচ ও ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে তাঁরা।
২৫ এপ্রিল ঢাকা পৌছেই ভেন্যু রাজশাহীতে যাবে আসাম অনূর্ধ্ব-১৬ দল। ২৮ এপ্রিল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু ১ম ৩ দিনের ম্যাচ। ৩ মে শুরু হবে ২য় ৩ দিনের ম্যাচ, ম্যাচটি হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
বগুড়ায় শুরু হবে ওয়ানডে সিরিজও। ৮ মে প্রথম ৫০ ওভারি ম্যাচে মাঠে নামবে আসাম অনূর্ধ্ব-৬ দল ও বিসিবি অনূর্ধ্ব-১৬ দল।
১১ ও ১৩ মে শেষ দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। ১৪ মে বাংলাদেশ ছেড়ে আসামে ফিরে যাবে দল।
একনজরে আসাম অনূর্ধ্ব-১৬ দলের বাংলাদেশ সফর-
বাংলাদেশে আসবে- ২৫ এপ্রিল
১ম ৩ দিনের ম্যাচ- ২৮-৩০ এপ্রিল, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী
২য় ৩ দিনের ম্যাচ- ৩-৫ মে, শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
১ম ওয়ানডে- ৮ মে, শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
২য় ওয়ানডে- ১১ মে, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী
৩য় ওয়ানডে- ১৩ মে, শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
বাংলাদেশ ছাড়বে- ১৪ মে।
