৯ রাউন্ড শেষে ডিপিএলে পয়েন্ট তালিকায় কে কোথায়
 
                                ৯ রাউন্ড শেষে ডিপিএলে পয়েন্ট তালিকায় কে কোথায়
৯ রাউন্ড শেষে ডিপিএলে পয়েন্ট তালিকায় কে কোথায়
ঈদের আগে গতকাল (৭ এপ্রিল) ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর শেষ রাউন্ডের খেলা। এই লিগে অংশ নেওয়া ১২ টি দল প্রত্যেকে খেলে ফেলেছে ৯ টি করে ম্যাচ।
৯ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনী লিমিটেড। ৯ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ঢাকা লিগের ঐতিহ্যবাহী এই দলটি।
সমান ৭ টি করে ম্যাচ জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থেকে ২ নম্বরে অবস্থান করছে শেখ জামাল, ৩ নম্বরে আছে মোহামেডান।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জিতেছে সমান ৬ টি করে ম্যাচ। নেট রান রেটে এগিয়ে থেকে প্রাইম ব্যাংকে ৫ এ ঠেলেছে শাইনপুকুর।
সমান ৫ টি করে জয়ে পয়েন্ট তালিকার ৬ ও ৭ নম্বর জায়গা নিজেদের করেছে যথাক্রমে লেজেন্ডস অব রুপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
৯ ম্যাচের মাত্র ৩ টি ম্যাচ জেতা ব্রাদার্স ইউনিয়ন আছে ৮ নম্বরে। ২ টি করে ম্যাচ জিতে ৯ ও ১০ নম্বরে আছে সিটি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমি।
কেবল ১ টি করে জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের।
| অবস্থান | দলের নাম | ম্যাচ | জয় | পরাজয় | ড্র | টাই | ফল নেই | পয়েন্ট | নেট রান রেট | 
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ১ | আবাহনী লিমিটেড | ৯ | ৯ | ০ | ০ | ০ | ০ | ১৮ | +২.৭৩৮ | 
| ২ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ৯ | ৭ | ২ | ০ | ০ | ০ | ১৪ | +১.০৪০ | 
| ৩ | মোহামেডান স্পোর্টিং ক্লাব | ৯ | ৭ | ২ | ০ | ০ | ০ | ১৪ | +০.৭৪৮ | 
| ৪ | শাইনপুকুর ক্রিকেট ক্লাব | ৯ | ৬ | ৩ | ০ | ০ | ০ | ১২ | +০.৯৪৬ | 
| ৫ | প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | ৯ | ৬ | ৩ | ০ | ০ | ০ | ১২ | +০.৫৯৬ | 
| ৬ | লেজেন্ডস অব রুপগঞ্জ | ৯ | ৫ | ৪ | ০ | ০ | ০ | ১০ | -০.০২৮ | 
| ৭ | গাজী গ্রুপ ক্রিকেটার্স | ৯ | ৫ | ৪ | ০ | ০ | ০ | ১০ | -০.০৫৯ | 
| ৮ | ব্রাদার্স ইউনিয়ন | ৯ | ৩ | ৬ | ০ | ০ | ০ | ৬ | -১.২৯৬ | 
| ৯ | সিটি ক্লাব | ৯ | ২ | ৭ | ০ | ০ | ০ | ৪ | -০.৭৪৬ | 
| ১০ | গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমি | ৯ | ২ | ৭ | ০ | ০ | ০ | ৪ | -১.৪০৩ | 
| ১১ | পারটেক্স স্পোর্টিং ক্লাব | ৯ | ১ | ৮ | ০ | ০ | ০ | ২ | -১.১৫৭ | 
| ১২ | রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব | ৯ | ১ | ৮ | ০ | ০ | ০ | ২ | -১.২৬৯ | 

 
                         
                                                 
                 
                                
                             
                                     
                                     
                                     
                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                 
                            
                         
                            
                        