নিজের সেরা দিনে বিনয়ী রিশাদ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 6 মিনিট আগে
নিজের সেরা দিনে বিনয়ী রিশাদ

নিজের সেরা দিনে বিনয়ী রিশাদ

নিজের সেরা দিনে বিনয়ী রিশাদ

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনবদ্য রিশাদ হোসেন। প্রথমবার ওয়ানডেতে পাঁচ উইকেট তুলে নিলেন, পুরো ম্যাচে তার উইকেট সংখ্যা ছয়! ব্যাট হাতেও খেললেন ১৩ বলে ২৬ রানের দুর্দান্ত ক্যামিও। হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। 

দিনশেষে নিজের সাফল্য নিয়ে বাড়তি উচ্ছ্বাসে ভেসে যাননি স্বল্পভাষী এই লেগস্পিনার। সংবাদসম্মেলনে ছোট্ট করেই বললেন অনুভূতির কথা, “আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন।”

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৭৪ রানের জয়ের পেছনে মূল নায়ক ছিলেন এই তরুণ। তবে রিশাদের অবদান কেবল বল হাতে নয়, ব্যাট হাতেও ছিল গুরুত্বপূর্ণ। ৮ নম্বরে নেমে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন, যেখানে দুটি ছক্কা ও একটি চার ছিল তাঁর ব্যাটে। শেষ দিকে তাঁর ঝড়ো ব্যাটিংয়েই বাংলাদেশের রান ২০০ পেরোয়।

ম্যাচ শেষে নিজের ব্যাটিং ভাবনা ব্যাখ্যা করে রিশাদ বলেন, “যখন ব্যাটিংয়ে নামি তখন আমার মাথায় থাকে কীভাবে একটু বাড়তি রান করা যায়। যে জায়গায় ১৮০ হয়, সেখানে যদি ২১০–২১৫ হয়, তাহলে ভালো। আমি বুঝি দলের কী দরকার, সেটাই চেষ্টা করি ব্যাটিংয়ে।”

বাংলাদেশের ২০৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ১৩৩ রানে। রিশাদের ঘূর্ণিতে ৩৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয় সফরকারীরা। ম্যাচসেরার পুরস্কার ওঠে তাঁর হাতেই। তবে নিজের অলরাউন্ড পারফরম্যান্স নিয়েও রিশাদের কণ্ঠে ছিল বিনয়, “আসলে তেমন কিছু বলার নেই। এটা আমার কাজ, আমাকে করতেই হবে। সবাই আজ একটু ভুগছিল, আমি চেষ্টা করছিলাম সেরাটা দিতে।”

অন্যদিকে, ম্যাচ শেষে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ স্বীকার করেছেন রিশাদের লাইন-লেন্থে হতবাক হয়েছিলেন তাদের ব্যাটাররা। সংবাদ সম্মেলনে হোপ বলেন, “স্পিনারদের অনেক বেশি সুবিধা দিয়েছে এই উইকেট। রিশাদ খুব ভালো লাইন-লেন্থে বল করেছে। আমাদের ব্যাটসম্যানদের জন্য ধারাবাহিকতা ধরে খেলাটা কঠিন করে ফেলেছিল।”

তবে পরাজয়ের মাঝেও আত্মবিশ্বাস হারাতে চান না হোপ। তাঁর ভাষায়, “যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে, যেকোনো লক্ষ্য তাড়া করতে পারবেন—এই বিশ্বাসটা থাকতে হবে। যদি কোনো দল ৫০ ওভারে ৫০০ রানও করে, তখনো আপনার বিশ্বাস থাকতে হবে এই রান করতে পারবেন। আমাদেরও তা ছিল।”

মিরপুরেই আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ঘরের মাঠে সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে থাকবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।