রিশাদের বিধ্বংসী স্পিনে দাপুটে জয়ে বাংলাদেশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রিশাদের বিধ্বংসী স্পিনে দাপুটে জয়ে বাংলাদেশ
রিশাদের বিধ্বংসী স্পিনে দাপুটে জয়ে বাংলাদেশ
রিশাদ হোসেনের ঘূর্ণিতে বিধ্বস্ত হলো ওয়েস্ট ইন্ডিজ। তার দুর্ধর্ষ বোলিংয়ে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের জয়ে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতেই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান ফেরেন এক অঙ্কের রানে। পেসার জেডেন সিলসের তোপে ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
তবে দলকে বিপদমুক্ত করেন তাওহীদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। হৃদয়ের লড়াকু অর্ধশতক (৫০) এবং অঙ্কনের ধীরস্থির ৪৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষ দিকে ১৩ বলে ২৬ রান করে দুর্দান্ত ক্যামিও দেন রিশাদ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি উইকেট শিকার করেন সিলস। ২ টি করে উইকেট নেন রস্টন চেজ ও জাস্টিন গ্রেভস।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও রিশাদের স্পিনে ছিন্নভিন্ন হয় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। ৬.৩৫ ওভারে ৬ উইকেট নিয়ে একাই ধস নামান এই লেগস্পিনার। ৬-৩৫ বোলিং ফিগারে তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্সে ১৩৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ওপেনার ব্র্যান্ডন কিং ৬০ বল থেকে ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। মধ্য ও নীচের সারির ব্যাটাররা ৫১ রানের ব্যবধানে হারান ৭ উইকেট।
ফলাফল, বাংলাদেশের দাপুটে জয়। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।