অ্যাডামসের বিদায়, বাংলাদেশের কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার শন টেইট
-
1
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
2
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
3
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
4
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
অ্যাডামসের বিদায়, বাংলাদেশের কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার শন টেইট
অ্যাডামসের বিদায়, বাংলাদেশের কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার শন টেইট
টাইগারদের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এরই মধ্যে নতুন কোচের নামও চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে দ্রুতই তাসকিন-শরিফুলদের দায়িত্ব পাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা শন টেইট।
নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তি ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামস অধ্যায়ের সমাপ্তি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের একটি সূত্র।
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন শন টেইট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার শন টেইট গত বিপিএলে চিটাগং কিংসের হেড কোচের ভূমিকায় ছিলেন। টেইটকে বেছে নেওয়ার আগে সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, এমনকি পাকিস্তানের উমর গুলের সঙ্গেও আলোচনা হয়েছে বিসিবির।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা শন টেইটকে অবশ্য আগেও বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। গেল বিপিএলের সময় বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার প্রস্তাব পান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফুল টাইম কোচিংকেই বেছে নিয়েছেন টেইট। পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে ছিলেন এক বছর। বিপিএল, পিএসএল-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের কোচিংয়ে দেখা যায় তাকে।
গত ওয়ানডে বিশ্বকাপের পর অ্যালান ডোনাল্ড বিদায় নিলে পেস বোলিং কোচের পদ শূন্য হয় বাংলাদেশের। শ্রীলঙ্কা সিরিজের আগে নিয়োগ দেওয়া হয় অ্যাডামসকে। চুক্তির মেয়াদ শেষের আগেই এবার তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিচ্ছেদের পথে হাঁটল বিসিবি।
