আইপিএলে বদলে গেল দুই ম্যাচের সূচি
 
                                আইপিএলে বদলে গেল দুই ম্যাচের সূচি
আইপিএলে বদলে গেল দুই ম্যাচের সূচি
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৪ জমে উঠেছে। বিশ্বজুড়ে দর্শকরা বিনোদিত হচ্ছেন আইপিএলের জমজমাট ম্যাচ দেখে। এরই মাঝে দুইটি ম্যাচের সূচি বদলে গেছে।
বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) আজ জানিয়েছে দুইটি ম্যাচের সূচিতে বদল আনার খবর।
🚨 NEWS 🚨
— IndianPremierLeague (@IPL) April 2, 2024
KKR-RR, GT-DC games rescheduled.
Details 🔽 #TATAIPL https://t.co/O56PJaKKv4
এর আগে ১৭ এপ্রিল কোলকাতার ইডেন গার্ডেন্সে হবার কথা ছিল কোলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার খেলা। তবে সেটা এখন বদলে হবে একদিন আগে (১৬ এপ্রিল)।
এছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৬ এপ্রিল হবার কথা ছিল গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচ এখন হবে একদিন পর (১৭ এপ্রিল)।

 
                         
                                                 
                 
                                
                             
                                     
                                     
                                     
                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                 
                            
                         
                            
                        