Image

সিকান্দার রাজার পরিবর্তে মিরাজ, আনুষ্ঠানিক ঘোষণা লাহোর কালান্দার্সের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সিকান্দার রাজার পরিবর্তে মিরাজ, আনুষ্ঠানিক ঘোষণা লাহোর কালান্দার্সের

সিকান্দার রাজার পরিবর্তে মিরাজ, আনুষ্ঠানিক ঘোষণা লাহোর কালান্দার্সের

সিকান্দার রাজার পরিবর্তে মিরাজ, আনুষ্ঠানিক ঘোষণা লাহোর কালান্দার্সের

সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। একই দলের হয়ে দু'জন মাতাবেন পিএসএলের প্লে অফ পর্ব। লাহোর কালান্দার্স জানালো, সিকান্দার রাজার বদলি হিসেবে তারা দলে নিয়েছে অলরাউন্ডার মিরাজকে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন মিরাজ। 

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার জন্য এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পেলেন তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, লাহোর কালান্দার্সের অন্যতম সেরা পারফর্মার সিকান্দার রাজা জিম্বাবুয়ের টেস্ট দলে যোগ দেবেন। তাই এবার মিরাজকে যুক্ত করে আরও শক্তি বাড়িয়েছে দলটি। 

২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ট্রেন্ট ব্রিজে চার দিনের টেস্ট শুরু হবে ২২ মে থেকে। সিকান্দার রাজা এই ঐতিহাসিক ম্যাচ খেলতেই এবার পিএসএলকে বিদায় বললেন। 

গতরাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে লাহোর কালান্দার্স প্লে-অফের টিকিট নিশ্চিত করে। সাকিব আল হাসান একাদশে থাকলেও আলো ছড়াতে পারেননি। প্লেঅফের ম্যাচগুলো হবে ২১, ২২, ২৩ ও ২৫ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।

গেল বিপিএলের টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে ৩৫৫ রান করার পাশাপাশি বোলিংয়ে ১৩ উইকেট নেন। বর্তমানে জাতীয় দল টি-টোয়েন্টি সিরিজের জন্য আরব আমিরাতে থাকলেও দলের বাইরে মিরাজ। তাই মিরাজকে পিএসএলের জন্য অনাপত্তিপত্র দিতে দেরি করেনি বিসিবি।

Details Bottom