Image

আবার স্কুলে ভর্তি হলেন সাকিব আল হাসান!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবার স্কুলে ভর্তি হলেন সাকিব আল হাসান!

আবার স্কুলে ভর্তি হলেন সাকিব আল হাসান!

আবার স্কুলে ভর্তি হলেন সাকিব আল হাসান!

সাকিব আল হাসান, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার। বিশ্বমঞ্চেও সাকিব নিজেকে সেরাদের একজন হিসাবে প্রমাণ করেছেন। বিজ্ঞাপনী বাজারে তাঁর চাহিদা তুঙ্গে। প্রায় রোজই কোন পন্য বা ব্র্যান্ডের সঙ্গে নিজের যুক্ত হবার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি। 

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ১০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন সাকিব আল হাসান। যেখানে সাকিবকে দেখা গেছে স্কুলের পোশাকে। 

ভিডিওর ক্যাপশনে সাকিব লিখেছেন, 'আবার শিক্ষা জীবনে ফিরতে বাধ্য হলাম!! কেন হলাম তা জানতে চোখ রাখুন....' 

 

হাতে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস পরা সাকিবের নেমপ্লেটে লেখা ফয়সাল, যেটা তাঁর ডাকনাম। এই নামেই বন্ধুমহলে পরিচিত মাগুরা-১ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি।  

ভিডিও প্রকাশের পর থেকেই নেটমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন এটা সাকিব আল হাসানের নতুন কোনো প্রমোশনাল স্ট্যান্ট। 

এমনিতে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বিবিএ) সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। পড়াশোনার পাট চুকিয়েছেন আগেই। ক্রিকেটটা খেলে যাচ্ছেন দাপটের সঙ্গেই, সাথে মন দিয়েছেন রাজনীতিতেও। ক্রিকেট মাঠের বাইরে ব্যক্তিজীবনেও সাকিব আল হাসান একজন পাক্কা অলরাউন্ডার। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three