চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ থাকবেন ১ মে পর্যন্ত
- 
                        
                            1
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            2
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ থাকবেন ১ মে পর্যন্ত
চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ থাকবেন ১ মে পর্যন্ত
আগামী ১ মে পর্যন্ত চেন্নাই সুপার কিংস শিবিরে মুস্তাফিজুর রহমানকে পাওয়া যাবে। বিসিবি ফিজের এনওসি এক দিন বাড়িয়েছে, অর্থাৎ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন চেন্নাইয়ের অন্যতম সেরা এই পেস তারকা।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে চলমান আইপিএলের আরও একটি ম্যাচ খেলার মুস্তাফিজুর রহমানের এনওসি একদিন বাড়িয়েছে বিসিবি। ৩০ এপ্রিল বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে, মুস্তাফিজ এখন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ মে ম্যাচ খেলতে পারবেন।
"আমরা মুস্তাফিজকে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার জন্য ছুটি দিয়েছিলাম, কিন্তু যেহেতু ১ মে চেন্নাইয়ের একটি ম্যাচ আছে, তাই চেন্নাই এবং বিসিসিআইয়ের অনুরোধ পেয়ে আমরা তার ছুটি একদিন বাড়িয়ে দিয়েছি।" এমনটাই জানিয়েছেন বিসিবির ডেপুটি ম্যানেজার অব ক্রিকেট অপারেশন্স শাহরিয়ার নাফীস।
মুস্তাফিজ ১৯ এবং ২৩ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক ম্যাচের জন্য প্রস্তুত। এরপর ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ১ মে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। এই চার ম্যাচ শেষে দ্য ফিজ আইপিএল ছেড়ে ফিরবেন দেশে।
এরপর, তিনি ৩ থেকে ১২ মে পর্যন্ত জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন। পরবর্তীতে ২১ মে টেক্সাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের হয়ে দেশ ছাড়বেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি গত সপ্তাহে ঢাকায় ছিলেন।
