গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
2
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
3
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
4
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
5
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
আফগানিস্তান আবারও জিম্বাবুয়েকে হারিয়ে দেখালো তাদের আধিপত্য। তৃতীয় ও শেষ ম্যাচে ৯ রানে জয় তুলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে শেষ করেছে আফগান দল। আগের দুই ম্যাচে জয়ী হওয়ার পরও আফগানিস্তান খেলেছে আত্মবিশ্বাসের সঙ্গে এবং চূড়ান্ত ম্যাচে সেটি প্রমাণ করেছে।
আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাটিং করেছে। ইনিংসের শুরুতেই ওপেনাররা আক্রমণাত্মক ব্যাটিং দেখায়। রহমানুল্লাহ গুরবাজ ৪৮ বল খেলে ৯২ রান করেন, ৮টি চার এবং ৫টি ছক্কা হাঁকান। ইব্রাহিম জাদরান ৪৯ বলে ৬০ রান যোগ করেন।
দুজনে মিলে উদ্বোধনী জুটিতে তারা ১৫৯ রান তোলার পর জিম্বাবুয়ের বোলারদের উপর চাপ সৃষ্টি করেন। দুই ওপেনারের আউটের পর শেষ দিকে সেদিকুল্লাহ আতল ঝড়োভাবে ব্যাট করে ১৫ বলে ৩৫ রান যোগ করেন, যাতে দল ২০ ওভারে ২১০ রানে থামে।
জবাবে জিম্বাবুয়ে শুরুতে প্রতিরোধ দেখাতে সক্ষম হলেও আফগান বোলিংয়ের ধারা ধরে রাখতে পারেনি। পাওয়ার প্লেতে ৪৮ রান করা স্বাগতিক দলের জন্য ব্রায়ান বেনেট ৪৭ রানে আউট হলে আরও চাপ সৃষ্টি হয়। অধিনায়ক সিকান্দার রাজা দ্রুত রানের গতি ধরে রাখেন এবং মাত্র ২৯ বলে ৫১ রানের অর্ধশতক পূর্ণ করেন।
তবে শেষ দিকে আফগান বোলারদের ধারাবাহিক উইকেট জিম্বাবুয়ের জয়কে অসম্ভব করে দেয়। তারা নির্ধারিত ২০ ওভারে ২০১ রানেই থেমে যায়। আফগানিস্তানের হয়ে আব্দুল্লাহ আহমাদজাই নেন ৩ উইকেট, ফরিদ আহমেদ ২ উইকেট নেন।
ম্যাচসেরা হয়েছেন গুরবাজ, তার আগ্রাসী ব্যাটিং আফগানিস্তানের জয় নিশ্চিত করেছে।
সিরিজের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন জাদরান, তিন ম্যাচে ১৬৯ রান সংগ্রহ করে।
আফগান দল টেস্টে একমাত্র হারের পর ফিরে এসে ট্যুরে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে এবং সিরিজ হোয়াইটওয়াশ করে কৃতিত্বকে আরও উজ্জ্বল করেছে।
