সাঞ্জু স্যামসনকে বিশ্বকাপ দলে চান হরভজন সিং
 
                                সাঞ্জু স্যামসনকে বিশ্বকাপ দলে চান হরভজন সিং
সাঞ্জু স্যামসনকে বিশ্বকাপ দলে চান হরভজন সিং
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে কে? হরভজন সিং এর মতে, সাঞ্জু স্যামসন'কে সেই দায়িত্ব দেওয়া উচিত। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে খেলছেন এই উইকেটরক্ষক ব্যাটার। হরভজন আরও জানিয়েছেন, স্যামসনের নেতৃত্ব গুণাবলি থেকেও উপকৃত হতে পারে ভারত। রোহিত শর্মার পর এই ব্যাটারকে টি-টোয়েন্টি অধিনায়ক বিবেচনা করার কথাটিও বেশ আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন সাবেক ভারতীয় স্পিনার।
আইপিএল শেষ হওয়ার খুব কাছাকাছি সময়ে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র থাকছে এবারের আয়োজনে। ভারতীয় দল কেমন হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। চলমান আইপিএলে অনেকেই পারফর্ম করে যাচ্ছেন। ফলে নির্বাচকদের জন্য কাজটা খুব সহজ হবে বলে মনে হয় না।
এরমধ্যে হরভজন জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্যামসনকে দলে রাখার ব্যাপারে পক্ষপাতী তিনি।
সোমবারের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পায় রাজস্থান। এই ম্যাচ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ এই সাবেক ক্রিকেটার লিখেছেন, “ইয়াশাসভি জাইসাওয়ালের ইনিংস প্রমাণ করেছে ক্লাস দীর্ঘস্থায়ী, ফর্ম ক্ষণস্থায়ী। এবং এখানে উইকেটরক্ষক ব্যাটার নিয়ে কোনো দ্বিধা থাকার কথা নয়। সাঞ্জু স্যামসনের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে থাকা দরকার। পাশাপাশি তাকে এমনভাবে গড়ে তোলা দরকার, যাতে রোহিতের পর ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে পারে সে। আছে কোনো সন্দেহ???”
তবে স্যামসনের দলে ঢোকাটা খুব সহজ কথা নয়। ভয়াবহ দুর্ঘটনা থেকে ফিরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশাব পান্ট এই তালিকার অন্যতম প্রতিযোগি। ধারণা করা যায় তার দলে থাকা অনেকটা নিশ্চিত।
স্যামসন, চলতি আইপিএলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় অবস্থানটা এখন চতুর্থ স্থানে। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে ১৫২.৪২ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেছেন এই ব্যাটার। তিনটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। সর্বশেষ গতকালের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষেও অপরাজিত ৩৮ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।
স্যামসনকে ভারতীয় দলে ঢুকতে হলে আরও কিছু নাম পেরোতে হবে। যেখানে লোকেশ রাহুল, ইশান কিষানরা থাকছেন। যারাও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে প্রস্তুত আছেন। বাদ যায় না দীনেশ কার্তিকও। সম্প্রতি জানিয়েছেন, ভারতীয় দলের অংশ হতে শতভাগ প্রস্তুত আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

 
                         
                                                 
                 
                                
                             
                                     
                                     
                                     
                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                 
                            
                         
                            
                        