আইপিএল শুরুর আগেই শেষ ওয়ানিন্দু হাসারাঙ্গার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল শুরুর আগেই শেষ ওয়ানিন্দু হাসারাঙ্গার

আইপিএল শুরুর আগেই শেষ ওয়ানিন্দু হাসারাঙ্গার

আইপিএল শুরুর আগেই শেষ ওয়ানিন্দু হাসারাঙ্গার

সানরাইজার্স হায়দ্রাবাদ লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা আইপিএল ২০২৪ থেকে ছিটকে গেছেন। মূলত বাম পায়ের ক্রোনিক হিল পেইনের কারণে আইপিএলে খেলা হচ্ছে না তাঁর। 

শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে যোগ দেননি। তাঁর আইপিএলে না থাকার খবর ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট)। 

সানরাইজার্স হায়দ্রাবাদ এবার হাসারাঙ্গার বিকল্প খুঁজছে, এখনো যদিও তাঁরা কোন বিকল্পের নাম ঘোষণা করেনি। 

মার্চে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন হাসারাঙ্গা। 

হাসারাঙ্গাকে ১.৫ কোটি ভারতীয় রুপিতে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি, সেখানে তিনি পেয়েছিলেন ১০.৭৫ কোটি রুপি। সে মৌসুমে ৭.৫৪ ইকোনমিতে ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৩ আইপিএলে ৮ ম্যাচ খেলে ৮.৯ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন।