যে কারণে কোলকাতার একাদশে নেই মিচেল স্টার্ক
-
1
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
2
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
3
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
4
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
5
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
যে কারণে কোলকাতার একাদশে নেই মিচেল স্টার্ক
যে কারণে কোলকাতার একাদশে নেই মিচেল স্টার্ক
আজ শুক্রবার আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল স্টার্ক কেকেআরের সেরা একাদশে নেই। টস করতে নেমে কোলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার স্টার্কের ছিটকে যাওয়ার খবর জানান। আর তাতেই পৌষ মাস লঙ্কান পেসার দুশমান্থ চামিরার, কেকেআরের জার্সিতে খেলছেন প্রথম ম্যাচ।
কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার নিশ্চিত করেছেন যে, আঙুলে চোটের কারণে মিচেল স্টার্ককে বিশ্রাম দেওয়া হয়েছে। স্টার্কের জায়গায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলছেন দুশমান্থ চামিরা। মিচেল স্টার্ক অভিষেক (কেকেআর) ক্যাপ দেন চামিরাকে।
এই বছর ২০১৫ সালের পর প্রথমবারের মতো আইপিএলে ফিরেছেন স্টার্ক। ২৪.৭৫ কোটি ভারতীয় রুপি মূল্য ট্যাগ সহ লিগের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় স্টার্ক এখন পর্যন্ত মৌসুমে কাঙ্ক্ষিত পারফরম্যান্স পাননি। প্রথম সাত ম্যাচে এই বাঁহাতি পেসার ছয় উইকেট নিয়েছেন, কিন্তু ১১.৪৮ গড়ে রান খরচ করেন।
তবে স্টার্কের খারাপ ফর্ম তাকে বাদ দেওয়ার কারণ ছিল না। টসের সময় আইয়ার বলেন, 'শেষ খেলায় স্টারসি তার আঙুলে আঘাত পান, দুশমান্থ চামিরা তার স্থলাভিষিক্ত হয়েছে।'
