“সত্যি কথা বলতে অনেক নার্ভাস ছিলাম”- সাইফউদ্দিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
“সত্যি কথা বলতে অনেক নার্ভাস ছিলাম”- সাইফউদ্দিন

“সত্যি কথা বলতে অনেক নার্ভাস ছিলাম”- সাইফউদ্দিন

“সত্যি কথা বলতে অনেক নার্ভাস ছিলাম”- সাইফউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পারফরম্যান্সটা রাঙিয়ে নিয়েছেন নিজের চেনা সুরে। ব্যাট করার সুযোগ আসেনি, তবে বল হাতে ৪ ওভারে ১৫ রান দিয়ে সংগ্রহ করেছেন ৩ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের অনুভূতি জানিয়ে দিলেন আগ্রহভরে। 

অনেকদিন পর ফেরার কারণে নিজের ভেতর কিছুটা চাপ অনুভব করেছেন সাইফউদ্দিন। তবে চট্টগ্রামের চেনা কন্ডিশনে আত্মবিশ্বাসের জায়গাও ছিল মজবুত। সর্বশেষ বিপিএল খেলেছেন, বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই অভিজ্ঞতা আজ কাজে এসেছে, “আলহামদুলিল্লাহ। দেখুন এখানে আমরা কিছুদিন আগে বিপিএল খেলেছি। আমরা কন্ডিশনটা জানি। চট্টগ্রাম বরাবরই আমার চেনা কন্ডিশন। এখানে আমি যখন এইজ লেভেল খেলি সবসময় আমি এই উইকেটে অনুশীলন করেছি। এজন্য আমার জন্য কন্ডিশনটা বুঝতে সহজ হয়েছে।”

 

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একজন পেস বোলিং অলরাউন্ডারের চাহিদা যেকোনো দলে সবসময় থেকে যায়। সাইফউদ্দিন কঠিন সময়ে বল করতে জানেন। পাশাপাশি ম্যাচের কাঙ্ক্ষিত সময়ে রান করার ক্ষেত্রেও সুনাম আছে তার। এমন একজনকে দলে চাইবে বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কেমন আত্মবিশ্বাস এই অলরাউন্ডারের, সে কথা বলতে গিয়ে বলেন, “হ্যাঁ অবশ্যই। আসলে সত্যি কথা বলতে গেলে আজকে অনেক নার্ভাস ছিলাম (হাসি)। এর আগে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু ২ ম্যাচ পরে ফিজ (মুস্তাফিজুর রহমান) আসবে। একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট জানে। আমার জন্য খুব  চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোটা দেওয়ার। আরও ভালো করতে পারলে ভালো লাগত। আরও ৪টা ম্যাচ বাকি আছে। চেষ্টা করব আরও ছাড়িয়ে যাওয়ার।”

 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। সাইফউদ্দিন অন্তত চেষ্টা করবেন বাকি ম্যাচগুলো ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে যাওয়ার জন্য। যাতে সামনের পথগুলো সহজ হয়।